দুই পরিবর্তন নিয়ে কলম্বো টেস্টের দল ঘোষণা শ্রীলঙ্কার

শ্রীলঙ্কা দল
শ্রীলঙ্কা দল  © শ্রীলঙ্কা দল

গল টেস্টে ড্র নিয়েই মাঠ ছেড়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ফলে, দ্বিতীয় ও শেষ টেস্টটি সিরিজ নির্ধারণী। এবার সিরিজ নির্ধারণী কলম্বো টেস্টের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। ঘোষিত স্কোয়াডে আগের ম্যাচ থেকে দুটি পরিবর্তন এনেছে লঙ্কানরা।

ঘোষিত দলে পেসার মিলান রত্নায়েকের জায়গা হয়নি। গলে ব্যাটে-বলে আলো ছড়ান মিলান। দ্বিতীয় দিন সকালে কিছুক্ষণের জন্য মাঠ ছেড়েছিলেন, তবে ফেরার পর ৩৯ রানে ৩ উইকেট নিয়ে প্রথম ইনিংস শেষ করেন। ওভারপ্রতি কেবল ১ দশমিক ৬৪ করে রান দেন। ম্যাচজুড়ে তার শিকার ৪ উইকেট। এছাড়া আট নম্বরে ব্যাটিংয়ে নেমে ৮৩ বলে ৩৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলার পথে সপ্তম উইকেটে কামিন্দু মেন্ডিসের সঙ্গে ৮৪ রানের জুটি গড়েন।

অন্যদিকে গল টেস্ট দিয়ে রাজকীয় এই ফরম্যাটকে বিদায় বলেছেন অ্যাঞ্জেলো ম্যাথুউস। তারও বদলি খুঁজে নিয়েছে এসএলসি। কলম্বো টেস্টে তার জায়গায় দুনিথ ভেল্লালাগে ও মিলানের পরিবর্তে বিশ্ব ফার্নান্দোকে নেওয়া হয়েছে।
 
এখন পর্যন্ত কেবল একটি ম্যাচই খেলেছেন ভেল্লালাগে, সেটাও আবার প্রায় তিন বছর আগে। যদিও সাদা বলে পরিচিত মুখ বাঁহাতি এই স্পিনার। অন্যদিকে ২৭ টেস্টে ৭৯ উইকেট নেওয়া ফার্নান্দো গত বছরের ডিসেম্বরে সবশেষ টেস্ট খেলেছেন।

শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্টের দল: ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), পাতুম নিশাঙ্কা, ওশাদা ফার্নান্দো, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, পাসিন্দু সুরিয়াবান্দারা, সোনাল দিনুশা, পাবন রত্নায়েকে, প্রবাথ জয়াসুরিয়া, থারিন্দু রত্নায়েকে, আকিলা ধনঞ্জয়া, আসিতা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো, কাসুন রাজিতা, ইসিতা বিজেতাসুন্দারা, দুনিথ ভেল্লালাগে।

 


সর্বশেষ সংবাদ