যে কারণে কালো আর্মব্যান্ড পরে খেলছে ভারত-ইংল্যান্ড

ভারত-ইংল্যান্ড ম্যাচ
ভারত-ইংল্যান্ড ম্যাচ   © এএফপি

মোটর নিউরন ডিজিজ (এমএনডি) নামে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে ৬১ বছর বয়সে মারা গেছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ডেভিড ‘সিড’ লরেন্স। রোববার একটি বিবৃতিতে এ কথা জানায় গ্লুস্টারশায়ার কাউন্টি ক্লাব। এবার এই ক্রিকেটারকে শ্রদ্ধা জানাতে কালো আর্মব্যান্ড পরে হেডিংলি টেস্টে খেলছে ভারত-ইংল্যান্ড।

মূলত ২০২৪ সালে এমএনডি রোগে আক্রান্ত হন লরেন্স। এরপর ধীরে ধীরে তার মস্তিস্ক, মাংসপেশি দুর্বল ও নষ্ট হতে থাকে। এই রোগের কোন চিকিৎসা ছিল না। তারপরও এই রোগ সর্ম্পকে সচেনতা বাড়াতে এবং অর্থ সংগ্রহের কাজ করেছেন তিনি। শেষ পর্যন্ত এই দুরারোগ্য ব্যাধির সঙ্গে লড়াই করে হার মানেন লরেন্স।

ইংল্যান্ডের প্রথম কৃষ্ণাঙ্গ ক্রিকেটার হিসেবে ১৯৮৮ সালে জাতীয় দলে অভিষেক হয় লরেন্সের। লর্ডসে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলতে নেমেছিলেন তিনি। এরপর ৪ বছরে দেশের হয়ে ৫ টেস্ট খেলে ১৮ উইকেট শিকারের পাশাপাশি ৬০ রান করেন লরেন্স।

একটি ওয়ানডেও খেলেছেন তিনি। ১৯৯১ সালে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক ওয়ানডেতে ১১ ওভার বল করে ৬৭ রানে ৪ উইকেট নিয়েছিলেন লরেন্স।

প্রথম শ্রেণির ক্রিকেটে গ্লুচেস্টারশায়ারের হয়ে ২৮০ ম্যাচ খেলে ৬২৫ উইকেট শিকার করেন লরেন্স। ২০২২ সালে কাউন্টি ক্রিকেট ক্লাব গ্লুচেস্টারশায়ারের প্রথম কৃষ্ণাঙ্গ সভাপতি নির্বাচিত হন লরেন্স। চলতি মাসেই রাজা তৃতীয় চার্লসের জন্মদিনে লরেন্সকে এমবিই খেতাব প্রদান করা হয়। 


সর্বশেষ সংবাদ