শান্তর সামর্থ্য প্রমাণিত, এবার ট্রল বন্ধ হোক: হাবিবুল বাশার

নাজমুল হোসেন শান্ত
নাজমুল হোসেন শান্ত  © ফাইল ফটো

গল টেস্টে ব্যাট হাতে ইতিহাস গড়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম ইনিংসে ১৪৮, পরের ইনিংসে অপরাজিত ১২৫ রান করে টেস্ট ইতিহাসে জায়গা করে নিয়েছেন বিশেষ এক তালিকায়। ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে মাত্র ১৫ জন ব্যাটসম্যান একাধিকবার জোড়া সেঞ্চুরির কীর্তি গড়েছেন—নাজমুল সেই বিরল তালিকার একজন।

তবু প্রশ্ন থেকে যায়, এমন দুর্দান্ত ফর্মের পরও যদি ব্যাট থেকে কিছুদিন রান না আসে, তখন কী হবে? বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার মনে করেন, তখনও যেন নাজমুলকে নিয়ে ‘অন্যায্য’ সমালোচনার ধারাবাহিকতা না চলে। আজ রবিবার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বাশার বলেন, ‘আশা করি, পরের দু-একটা ম্যাচে শান্ত যদি রান না করে, তবু তাকে নিয়ে ট্রল বা নেতিবাচক কথা শুরু হবে না। শান্ত সব সংস্করণেই আমাদের দলের অন্যতম সেরা ব্যাটসম্যান। এই ইনিংসগুলো ওর ব্যাটিংয়ের প্রকৃত প্রতিচ্ছবি। এমন ব্যাটিং করার সামর্থ্য ওর বরাবরই ছিল।’

শান্তকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই ট্রল ও সমালোচনার ঝড় ওঠে। সেই দিকটিও তুলে ধরেন হাবিবুল বাশার। বলেন, ‘আমরাই মাঝেমধ্যে ওকে অপ্রয়োজনীয় চাপের মধ্যে ফেলি। ট্রল বা অবিরত সমালোচনার কারণে খেলোয়াড়দের মানসিকভাবে প্রভাবিত হতে হয়। মুখে যতই বলি এড়িয়ে যেতে, বাস্তবে তা খুব একটা সহজ নয়। এর প্রভাব সাম্প্রতিক সময়ে শান্তর ব্যাটিংয়েও পড়েছে বলে আমি মনে করি। তবে ভালো খবর হলো, সে দারুণভাবে ফিরে এসেছে।’

অভিজ্ঞ এই ক্রিকেট ব্যক্তিত্বের মতে, শান্তর সামর্থ্য নিয়ে আর সন্দেহ করার কিছু নেই। এখন প্রয়োজন—সমালোচকদেরও একটু শান্ত থাকা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence