অবশেষে টেস্টে ভারতের নতুন অধিনায়ক ঘোষণা

২৪ মে ২০২৫, ০৬:৪৮ PM , আপডেট: ২৫ মে ২০২৫, ০৯:৩৯ PM
শুভমান গিল-ঋষভ পান্ত

শুভমান গিল-ঋষভ পান্ত © সংগৃহীত

ভারতের নতুন টেস্ট অধিনায়ক হয়েছেন শুভমান গিল। সম্প্রতি টেস্ট থেকে রোহিত শর্মার অবসরে প্রথমবারের মত এই সংস্করণে নেতৃত্ব পেলেন ডান-হাতি এই ব্যাটার।

আগামী ২০ জুন থেকে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করবেন গিল। আসন্ন সিরিজে গিলের ডেপুটি হিসেবে থাকছেন ঋষভ পান্ত। ওই সিরিজের জন্য ১৮ সদস্যের দলও ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

প্রথমবারের মত টেস্ট দলে ডাক পেয়েছেন ব্যাটার সাই সুদর্শন ও পেসার অর্শদীপ সিং। টিম ইন্ডিয়ার হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খেলার অভিজ্ঞতা রয়েছে দু’জনেরই। 

প্রথম শ্রেণির ক্রিকেটে ২৯ ম্যাচে ৭ সেঞ্চুরি ও ৫ হাফ-সেঞ্চুরিতে ৫৫ গড়ে ১ হাজার ৯৫৭ রান করেছেন ৩ ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলা সুদর্শন। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এখন পর্যন্ত সর্বোচ্চ ৬৩৮ রান তুলেছেন বাঁ-হাতি এই ব্যাটার। 

ভারতের হয়ে ৯ ওয়ানডের পাশাপাশি ৬৩ টি-টোয়েন্টি খেলেছেন অর্শদীপ। প্রথম শ্রেণির ক্রিকেটে ২১ ম্যাচে ৬৬ উইকেট আছে তার।

দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরেছেন ব্যাটার করুণ নায়ার ও পেসার শার্দুল ঠাকুর। ২০১৭ সালের মার্চে ধর্মশালায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছেন করুণ। ৬ টেস্টে একটি ট্রিপল সেঞ্চুরিতে ৩৭৪ রান করেন তিনি। ২০১৬ সালে ক্যারিয়ারের তৃতীয় টেস্টে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ৩০৩ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন ডান-হাতি এই ব্যাটার। এরপর তিন টেস্টের ৪ ইনিংসে ৫৪ রান করে দল থেকে বাদ পড়েন। 

দেশের হয়ে তিন ফরম্যাটেই খেলেছেন শার্দুল। এর মধ্যে ১১ টেস্টে ৩১ উইকেট ও ৪ হাফ-সেঞ্চুরিতে ৩৩১ রান করেছেন তিনি। ২০২৩ সালের ডিসেম্বরে সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন তিনি। 

ব্যাটিং বিভাগে সুদর্শন-করুনের সঙ্গে গিল, পান্ত, যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, অভিমন্যু ঈশ্বরণ এবং ধ্রুব জুরেল থাকছেন। দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে জুরেলকে দলে রাখা হয়েছে। 

ইংল্যান্ড সফরে ভারতের পেস আক্রমণের নেতৃত্বে থাকবেন দলের সেরা পেসার জাসপ্রিত বুমরাহ। পেস আক্রমণে আরও আছেন মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণা এবং অর্শদীপ। দলে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন কুলদীপ যাদব। 

শার্দুলকে নিয়ে দলে আছেন মোট ৪ জন অলরাউন্ডার। অন্যরা হলেন- রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর এবং নীতিশ কুমার রেড্ডি।

ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টেস্ট দিয়ে ২০২৫-২৭ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করবে ভারত। ২০ জুন হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে ভারত। ২ জুলাই থেকে এজবাস্টনে দ্বিতীয় টেস্ট শুরু হবে। এরপর ১০ জুলাই লর্ডসে তৃতীয় টেস্ট, ২৩ জুলাই ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্থ এবং ৩১ জুলাই থেকে দ্য ওভালে পঞ্চম ও শেষ টেস্ট খেলতে নামবে দল দুটি। এর আগে, ভারত ‘এ’ দলের বিপক্ষে চারদিনের একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে জাতীয় দল।

ইংল্যান্ড সফরে ভারতের টেস্ট দল: শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পান্ত (সহ-অধিনায়ক, উইকেটরক্ষক), যশ্বসী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরণ, করুণ নায়ার, নীতিশ কুমার, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, আকাশ দীপ, অর্শদীপ সিং, কুলদীপ যাদব।

এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ, রোগী দেখতেন দুই জেলায়
  • ১২ জানুয়ারি ২০২৬
জাবিতে ৩য় ও ঢাবিতে ১৬তম: ভর্তি পরীক্ষায় সাফল্য তামীরুল মিল্…
  • ১২ জানুয়ারি ২০২৬
রাফিনিয়ার নৈপুণ্যে ক্লাসিকো জয় বার্সেলোনার
  • ১২ জানুয়ারি ২০২৬
৫৬ বছরে, শিক্ষা, সংস্কৃতি ও প্রতিবাদের জ্ঞানভূমি জাহাঙ্গীরন…
  • ১২ জানুয়ারি ২০২৬
অনুমোদন পেল মেরিটাইম ইউনিভার্সিটির ১৫৮ কোটি টাকার একাডেমিক …
  • ১২ জানুয়ারি ২০২৬
‘ইরানে চলমান বিক্ষোভে নিহত পাঁচ শতাধিক’
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9