ব্যাটিংয়ে দিল্লি, একাদশে মোস্তাফিজ
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১৮ মে ২০২৫, ০৮:১৪ PM , আপডেট: ২০ মে ২০২৫, ০১:০৮ AM
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করেছেন মোস্তাফিজুর রহমান। তবে সিরিজের বাকি ম্যাচে তার সার্ভিস পাচ্ছে না লাল-সবুজ শিবির। ম্যাচ শেষেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার জন্য ভারতের বিমান ধরেন এই পেসার।
এদিকে ভারত-পাকিস্তানের মধ্যকার উত্তেজনার পর ফের মাঠে গড়িয়েছে আইপিএল। প্রায় এক সপ্তাহের বেশি বিরতি শেষে আজ গুজরাট টাইটান্সের মুখোমুখি হয়েছে দিল্লি ক্যাপিটালস। যেখানে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে গুজরাট।
আর ঘরের মাঠে মোস্তাফিজকে নিয়েই একাদশে সাজিয়েছে দিল্লি। মিচেল স্টার্কের বদলি হিসেবে বাঁহাতি এই পেসার একাদশে জায়গা পেয়েছেন। তিন পেসার ও তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে স্বাগতিকরা। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।
যদিও আজকের ম্যাচে কাটার মাস্টারের থাকা নিয়ে শঙ্কা জেগেছিল। কেননা, জাতীয় দলের হয়ে গতকালই খেলেছেন। এরপরই ভারতে পাড়ি জমিয়েছেন তিনি। ফলে, ভ্রমণ ক্লান্তির বিষয়টি বিবেচনায় ছিল। তবে টিম ম্যানেজমেন্ট তাকে পুরোপুরি ফিট ভেবে, একাদশে রেখেছে।
উল্লেখ্য, আইপিএলের চলতি আসরে মাঝপথে দল পেয়েছেন দ্য ফিজ। গত ১৪ মে তাকে দলে নেওয়ার খবরটি নিশ্চিত করে দিল্লি। আর ৭ দিনের জন্য এই বাঁহাতি পেসারকে এনওসি দিয়েছে বিসিবি। ১৮ মে থেকে ২৪ মে পর্যন্ত আইপিএলে খেলবেন ফিজ। এই সময়ে তিনটি ম্যাচ আছে দিল্লির।