সিরিজ জয়ের প্রত্যয় নিয়ে দেশ ছাড়ল বাংলাদেশ

বাংলাদেশ দল
বাংলাদেশ দল   © সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে প্রথম ধাপে ১০ ক্রিকেটার দেশ ছেড়েছেন। শুরুতে সকালে ১০টার বিমান ধরেছেন ক্রিকেটাররা। এরপর সন্ধ্যা ৭টায় যাবে দলের বাকি সদস্যরা। প্রথম বহরে দলের সঙ্গে অধিনায়ক লিটন দাস ছিলেন না।

এদিন সবার প্রথমে বিমানবন্দরে এসেছেন জাকের আলি অনিক। একই গাড়িতে মিরপুর থেকে একযোগে বিমানবন্দরে এসেছেন জাতীয় দলের ৭ ক্রিকেটার। এর মধ্যে হাসান মাহমুদ, শামীম পাটোয়ারি, রিশাদ হোসেন, নাহিদ রানা, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমনরা আছেন। কোচিং স্টাফের সদস্যরাও একে একে আসেন।

দেশ ছাড়ার আগে গণমাধ্যমকে পেসার হাসান মাহমুদ বলেন, ইনশাআল্লাহ, সিরিজ জিতে আসব। 

এদিকে আসন্ন এই সিরিজের জন্য কয়েকদিন আগেই স্কোয়াড ঘোষণা করে বিসিবি। লিটন দাসকে টি-টোয়েন্টি ফরম্যাটে নতুনভাবে অধিনায়কত্ব দেওয়া হয় । শেখ মেহেদীকে উইকেট কিপার এই ব্যাটারের ডেপুটি করা হয়।

আগামী ১৭ মে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত। একদিন বিরতি দিয়ে মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি। দুটি ম্যাচই শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। 

এদিকে আমিরাত সিরিজ শেষেই পাকিস্তান সফরের কথা রয়েছে বাংলাদেশের। যদিও বিষয়টি এখনও পুরোপুরি নিশ্চিত না। এই সিরিজটি সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তরিত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। তবে এখনও এ নিয়ে পিসিবি বা বিসিবি কিছুই বলছে না। 

আগামী ২৫ জুন থেকে পাকিস্তানের মাটিতে খেলার কথা ছিল বাংলাদেশের। তবে ভারত-পাকিস্তানের মধ্যকার চলমান উত্তেজনায় স্থগিত হওয়া পিএসএল ফের শুরু হওয়ায়, সেটি ফাইনালের সূচি ২৫ জুন পড়েছে। এতে পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তানের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও।


সর্বশেষ সংবাদ