জিম্বাবুয়ের সঙ্গে চট্টগ্রামের ভেন্যুও বাংলাদেশের প্রতিপক্ষ

২৭ এপ্রিল ২০২৫, ০৮:০৮ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৫০ PM
বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ

বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ © সংগৃহীত

প্রথম টেস্ট ৩ উইকেটে হেরে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে স্বাগতিক বাংলাদেশ। সিরিজ হার এড়াতে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ও শেষ টেস্টে জয়ের বিকল্প নেই টাইগারদের। 

কিন্তু সিরিজ হার এড়ানোর মিশনে জিম্বাবুয়ের সঙ্গে চট্টগ্রামের ভেন্যুও বাংলাদেশের প্রতিপক্ষ। এই ভেন্যুতে ৭ বছর ধরে কোন টেস্ট ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। সর্বশেষ ২০১৮ সালের নভেম্বরে টেস্ট জিতেছিল টাইগাররা। 

২০১৮ সালের পর চট্টগ্রামের ভেন্যুতে ৭ টেস্ট খেলে ৬টিতে হার ও একটিতে ড্র করেছে বাংলাদেশ। 
চট্টগ্রামের ভেন্যুতে সর্বশেষ জয় এসেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ৬৪ রানে ওই ম্যাচ জিতেছিল টাইগাররা। 

এরপর ২০১৯ সালের সেপ্টেম্বরে আফগানিস্তানের কাছে ২২৪ রানের বড় ব্যবধানে টেস্ট হারে বাংলাদেশ। মূলত ব্যাটারদের ব্যর্থতা বাংলাদেশের ম্যাচ হারের প্রধান কারণ। প্রথম ইনিংসে ২০৫ রানের পর দ্বিতীয় ইনিংসে ১৭৩ রান করে টাইগাররা। 

২০২১ সালে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয় বাংলাদেশ। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ওই টেস্টে ৩ উইকেটে হারে টাইগাররা। ওই টেস্টে ব্যাটিং ভালো হলেও বোলাররা দলকে জয়ের স্বাদ দিতে পারেননি। প্রথম ইনিংসে ৪৩০ ও দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ২২৩ রান করে বাংলাদেশ।

একই বছরের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ৮ উইকেটে হারে বাংলাদেশ। ম্যাচের প্রথম ইনিংসে ৩৩০ রান করলেও দ্বিতীয় ইনিংসে ১৫৭ রানে গুটিয়ে যায় টাইগাররা। 

পরের বছর এই ভেন্যুতে শ্রীলঙ্কার মুখোমুখি হয় বাংলাদেশ। দু’দলের ব্যাটারদের ব্যাটিং নৈপুণ্যে টেস্টটি ড্র হয়। শ্রীলঙ্কার হয়ে অ্যাঞ্জেলো ম্যাথুজ ১৯৯, বাংলাদেশের হয়ে তামিম ইকবাল ১৩৩ ও মুশফিকুর রহিম ১০৫ রান করেন। লঙ্কানদের বিপক্ষে এক ইনিংস ব্যাটিং করার সুযোগ পায় বাংলাদেশ। ৪৬৫ রানে গুটিয়ে যায় তারা।  

ওই বছরের ডিসেম্বরে ভারতের বিপক্ষে খেলতে নেমে ১৮৮ রানে টেস্ট হারে বাংলাদেশ। দুই ইনিংসে ১৫০ ও ৩২৪ রান করেছিল টাইগাররা।

গেল বছর চট্টগ্রামের ভেন্যুতে দুটি টেস্ট খেলে বাংলাদেশ। মার্চে অনুষ্ঠিত শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ১৯২ রানে হার মানে টাইগাররা। দুই ইনিংসে যথাক্রমে ১৭৮ ও ৩১৮ রান করেছিল তারা। 

এরপর অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাজে ব্যাটিং পারফরমেন্সে ইনিংস ও ২৭৩ রানে টেস্ট হারে বাংলাদেশ। দুই ইনিংসে ১৫৯ ও ১৪৩ রান করেছিল স্বাগতিকরা।

ট্যাগ: বিসিবি
গাব্রিয়েল জেসুসের জোড়া গোলে ইন্টার মিলানকে হারাল আর্সেনাল
  • ২১ জানুয়ারি ২০২৬
ফেসবুক লাইভে এসে ছাত্রদল কর্মীর ‘আত্মহত্যা’, দায়ী করলেন কাদ…
  • ২১ জানুয়ারি ২০২৬
লন্ডনে ট্রাক চাপায় প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর
  • ২১ জানুয়ারি ২০২৬
লুইস সুয়ারেসের জোড়া গোলে পিএসজিকে হারাল স্পোর্তিং সিপি
  • ২১ জানুয়ারি ২০২৬
ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ শুরু আজ, গুনতে হবে ফি
  • ২১ জানুয়ারি ২০২৬
ছন্দ হারিয়েছে ম্যানসিটি, চ্যাম্পিয়ন্স লিগে লজ্জাজনক হার
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9