দেশে বর্তমানে জীবিত মুক্তিযোদ্ধার সংখ্যা কত, যা জানা গেল 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার   © সংগৃহীত

বর্তমানে দেশে জীবিত বীর মুক্তিযোদ্ধা রয়েছেন ৮৮ হাজার ৪১২ জন। এরমধ্যে ৮৫ হাজার ৭৩৫ জন রয়েছেন সাধারণ মুক্তিযোদ্ধা। তাছাড়াও, ২৫৭১ জন যুদ্ধাহত এবং ১০৬ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা রয়েছেন। 

সম্প্রতি প্রকাশিত (৯ ও ১০ ডিসেম্বর) মুক্তিযোদ্ধাদের বিজয় ভাতা ছাড় সংক্রান্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দুটি আলাদা বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। 

গত ২০২৩ সালের হিসেবে দেশে মোট জীবিত মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল ৯৮ হাজার ৫৪১ জন। এরমধ্যে ৯৩ হাজার ৯৮০ জন ছিলেন সাধারণ মুক্তিযোদ্ধা। আর যুদ্ধাহত চার হাজার ১০৩ জন এবং জীবিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ছিলেন ৪৫৮ জন। হিসেব করলে দেখা যায়, ২০২৩ সাল থেকে এ পর্যন্ত দুই বছরের ব্যবধানে ১০১২৯ জন জীবিত মুক্তিযোদ্ধার সংখ্যা হ্রাস পেয়েছে।

জানা গেছে, এবার ২৬৭৭ জন খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহতসহ মোট ৮৮ হাজার ৪১২ জন জীবিত বীর মুক্তিযোদ্ধাকে বিজয় দিবস ২০২৫-এর ভাতা হিসেবে ৪৩ কোটি ১৩ হাজার ৫০০ টাকা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। 

আরও পড়ুন: ৮৮ হাজার ৪১২ জীবিত মুক্তিযোদ্ধার বিজয় দিবস ভাতা ছাড়

এর মধ্যে ২৬৭৭ খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধার জন্য জনপ্রতি ৫ হাজার টাকা করে বরাদ্দ এক কোটি ৩৩ লাখ ৮৫ হাজার টাকা। অন্যদিকে, সাধারণ ৮৫ হাজার ৭৩৫ জন জীবিত বীর মুক্তিযোদ্ধার অনুকূলে জন্য ৪২ কোটি ৮৬ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ করেছে সরকার। 

এ বিষয়ে জানতে চাইলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোঃ এনায়েত হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রতিবারের ন্যায় সরকার এ বছরও ৮৮ হাজার ৪১২ জন বীর মুক্তিযোদ্ধার জন্য বিজয় ভাতা ছাড় দিচ্ছে। এ ভাতা শুধু জীবিতরাই পাচ্ছেন। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence