আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশের হামলায় সিটিজেন ইনিশিয়েটিভের উদ্বেগ

১৩ অক্টোবর ২০২৫, ০৬:৪২ PM
সিটিজেন ইনিশিয়েটিভের লোগো

সিটিজেন ইনিশিয়েটিভের লোগো © সংগৃহীত

বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়াসহ নানা দাবিতে আন্দোলনরত বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে নাগরিক সংগঠন সিটিজেন ইনিশিয়েটিভ। একই সাথে এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি। আজ সোমবার (১৩ অক্টোবর) বিকেলে সংগঠনটির চেয়ারম্যান ও কাতারের নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. হাসান মাহমুদ এবং সেক্রেটারি ও কলোরাডো স্টেট ইউনিভার্সিটির ইন্সট্রাক্টর তাইয়িব আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, সিটিজেন ইনিশিয়েটিভ গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করেছে যে, মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা ও অন্যান্য ন্যায্য দাবির পক্ষে শান্তিপূর্ণ কর্মসূচি পালনরত বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের ওপর গতকাল রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে পুলিশ নির্মমভাবে লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে। এ ঘটনায় বহু শিক্ষক আহত হয়েছেন, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকের মৌলিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার চরম লঙ্ঘন।

এতে আরও বলা হয়, শিক্ষক সমাজ দেশের ভবিষ্যৎ প্রজন্ম গঠনের প্রধান শক্তি। তাদের ওপর এমন বর্বর হামলা কেবল মানবাধিকার লঙ্ঘনই নয়, জাতির বিবেকের ওপরও আঘাত। সিটিজেন ইনিশিয়েটিভ মনে করে, শান্তিপূর্ণ আন্দোলন গণতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ, আর রাষ্ট্রীয় শক্তি দিয়ে তা দমন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের ওপর হামলার ঘটনায় দায়ীদের অবিলম্বে চিহ্নিত করে জবাবদিহির আওতায় আনতে হবে। এছাড়া স্বল্প-বেতনে চাকুরীরত শিক্ষকদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে।

একইসাথে ভবিষ্যতে শিক্ষক, শ্রমিক বা নাগরিক আন্দোলনের বিরুদ্ধে যেকোন ধরনের বলপ্রয়োগ বন্ধ করে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান করার দাবিও জানানো হয় বিজ্ঞপ্তিতে। এতে বলা হয়, সিটিজেন ইনিশিয়েটিভ শিক্ষকদের ন্যায্য দাবি ও আন্দোলনের প্রতি সংহতি জানাচ্ছে এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক অধিকারের পক্ষে তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।
 
উল্লেখ্য, সিটিজেন ইনিশিয়েটিভ দেশ ও বিদেশের গবেষক, শিক্ষাবিদ ও পেশাজীবীদের একটি সংগঠন। গণতন্ত্র ও মানবাধিকারের জন্য ক্যাম্পেইন, এই স্লোগানকে সামনে রেখে ২০২৩ সালের ১২ জুলাই আত্মপ্রকাশ করে সংগঠনটি।

প্রার্থীতা ফিরে পেয়েছেন বিএনপির মুন্নি
  • ১৬ জানুয়ারি ২০২৬
‘এই সিদ্ধান্ত কার জন্য কতটুকু কল্যাণকর, সেটা সময় বলে দিবে’
  • ১৬ জানুয়ারি ২০২৬
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে, নিহত ২
  • ১৬ জানুয়ারি ২০২৬
সাবেক এমপি, মুক্তিযোদ্ধা হাজেরা সুলতানার প্রয়াণ
  • ১৬ জানুয়ারি ২০২৬
নিয়োগের প্রজ্ঞাপন কেন দেওয়া হয়েছে ওসমান হাদির ভাইয়ের জানা ন…
  • ১৬ জানুয়ারি ২০২৬
রাবিতে ভর্তি পরীক্ষায় মোবাইলসহ আটক আরও তিন ভর্তিচ্ছু
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9