শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করতে প্রয়োজন আধুনিক শিক্ষা কমিশন: জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য 

১৭ আগস্ট ২০২৫, ০৮:১৪ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ১২:৩৬ PM
 সেমিনারে বক্তব্য রাখছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ

সেমিনারে বক্তব্য রাখছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ © টিডিসি

বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও চাহিদাভিত্তিক করতে একটি আধুনিক শিক্ষা কমিশন গঠন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

শনিবার (১৬ আগস্ট) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল অডিটরিয়ামে এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ (ইআরআই)-এর আয়োজনে ‘বাংলাদেশে চাহিদাভিত্তিক শিক্ষা: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, গত ৫২ বছরে দেশের শিক্ষাক্ষেত্রে কোনো গুণগত উন্নতি হয়নি। আমরা এখনো একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে পারিনি। অথচ সিঙ্গাপুর ও মালয়েশিয়ার মতো দেশগুলো একসময় আমাদের সমান অবস্থানে ছিল, আজ তারা বহুগুণে এগিয়ে গেছে। এর পেছনে চাহিদাভিত্তিক শিক্ষার বড় অবদান রয়েছে। 

তিনি আরও জানান, চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় শিক্ষার্থীদের উপযোগী করে গড়ে তুলতে জাতীয় বিশ্ববিদ্যালয় ইতোমধ্যেই সিলেবাস পরিবর্তনের কাজ হাতে নিয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেন, দেশকে বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে নিতে হলে চাহিদাভিত্তিক শিক্ষার বিকল্প নেই। এ ধরনের শিক্ষাই দেশকে উন্নতির পথে নিয়ে যাবে।

অনুষ্ঠানের সভাপতি ও ইআরআই চেয়ারম্যান সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহসানুল হক মিলন বলেন, কারিগরি শিক্ষাকে কখনো নিম্নতর শিক্ষা ভাবা যাবে না। বিশ্বের উন্নত দেশগুলো এ শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। তিনি সাংবিধানিকভাবে শিক্ষা কমিশন গঠনের প্রস্তাব করেন এবং মেধার যথার্থ মূল্যায়নের জন্য ট্যালেন্টপুল গঠনের আহ্বান জানান।

এছাড়াও বক্তব্য রাখেন অধ্যাপক ড. এ কে আজাদ এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সাঈদ ফেরদৌস। বক্তারা বলেন, যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গড়তে কারিগরি, প্রযুক্তিগত ও পেশাভিত্তিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। পাশাপাশি তারা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গবেষণা সহযোগিতা, শিক্ষক প্রশিক্ষণ ও শিল্প-অ্যাকাডেমিয়া সংযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ কামরুল আহসান। তিনি শিল্প-অ্যাকাডেমিয়া সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইআরআই-এর সদস্য সচিব সৈয়দ রেজওনুল কবির।

 

 

ইসির শোকজের জবাব দিলেন মামুনুল হক
  • ১৭ জানুয়ারি ২০২৬
অপসাংবাদিকতার শিকার হয়েছি: মামুনুল হক
  • ১৭ জানুয়ারি ২০২৬
গণতান্ত্রিক সরকার গঠনের সুযোগ হাতছাড়া হলে শহীদদের প্রতি জু…
  • ১৭ জানুয়ারি ২০২৬
শৈলকুপায় মাদ্রাসায় নাইটগার্ড নিয়োগ পরীক্ষা নিয়ে উত্তেজনা, আ…
  • ১৭ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামের জুলাইযোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলা
  • ১৭ জানুয়ারি ২০২৬
মনোনয়ন ফিরে পেলেন বিএনপির আরেক প্রার্থী
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9