শিক্ষা ও স্বাস্থ্যের জন্য আলাদা কমিশন চান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ০৪:২৯ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ০৪:৩৭ PM
দেশের শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে আলাদা কমিশন গঠনের দাবি জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ। তাঁর মতে, শিক্ষা ও স্বাস্থ্য—এই দুই খাত জাতির ভবিষ্যৎ নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলেও এগুলোকে পরিকল্পিতভাবে উপেক্ষা ও ধ্বংস করা হয়েছে, ফলে আলাদা কমিশন ছাড়া কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।
সম্প্রতি দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, গত ১৬ বছরে শিক্ষা খাতের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। শিক্ষা জাতির প্রাণশক্তি, অথচ এটি এখন ভঙ্গুর অবস্থায় দাঁড়িয়ে আছে। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত প্রতিটি স্তরে নীতি ও কাঠামোগত দুর্বলতা প্রকট হয়ে উঠেছে, মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। অপরদিকে স্বাস্থ্য খাতে ঘটেছে ব্যাপক লুটপাট, অনিয়ম ও অব্যবস্থাপনা; চিকিৎসাসেবা মানুষের মৌলিক অধিকার হলেও তা প্রাপ্যতার বাইরে চলে যাচ্ছে।
অধ্যাপক আমানুল্লাহর মতে, এসব বিবেচনায় শিক্ষা ও স্বাস্থ্য খাতের জন্য অনেক আগেই আলাদা কমিশন গঠন করা উচিত ছিল, যাতে রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে এ দুটি মৌলিক খাতকে পুনর্গঠন করা যায়। কিন্তু দুঃখজনকভাবে অন্তর্বর্তী সরকার এই দুই সেক্টরে প্রয়োজনীয় গুরুত্ব দেয়নি, ফলে দেশের উন্নয়নের মূলভিত্তি আরও দুর্বল হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
তিনি বলেন, “শিক্ষা ও স্বাস্থ্য শুধু উন্নয়নের উপকরণ নয়, এটি মানুষের জীবনমানের নিশ্চয়তা। তাই এই খাতগুলোতে গুরুত্ব দিয়ে আলাদা কমিশন গঠন এখন সময়ের দাবি।”