জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার প্রবেশপত্র প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠাতব্য ২০২৪ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার প্রবেশপত্র প্রকাশ করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) পরীক্ষা নিয়ন্ত্রকের ডিজিটাল স্বাক্ষরযুক্ত প্রবেশপত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট নেবে। এরপর পরীক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি আঠা দিয়ে লাগিয়ে, ছবির ওপর এবং অধ্যক্ষের নির্ধারিত স্থানে স্বাক্ষর ও সীল দিয়ে পরীক্ষার্থীর নিকট বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কলেজগুলোকে রোল বিবরণী ও হাজিরা শিট EMS সফটওয়্যার থেকে ডাউনলোড করে প্রিন্ট কপি নির্ধারিত কেন্দ্রে সরবরাহ করতে হবে।

প্রবেশপত্র ডাউনলোডের নিয়মাবলি

ব্রাউজারের এড্রেসবারে http://ems.nu.ac.bd লিখে EMS ওয়েব পোর্টালে প্রবেশ করতে হবে।

‘College Login (Admin)’ মেনুতে গিয়ে কলেজ কোড ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

বাম পাশের মেনুবার থেকে ‘Admit Card’ মেনুতে ক্লিক করে পরীক্ষার নাম বা কোড (২২০১) নির্বাচন করে সার্চ করলে প্রবেশপত্র, হাজিরা শিট ও রোল বিবরণী ডাউনলোড করা যাবে।

প্রবেশপত্র ডাউনলোডে সমস্যা হলে বিজ্ঞপ্তিতে উল্লিখিত প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। তবে যদি কোনো বৈধ পরীক্ষার্থীর প্রবেশপত্র না পাওয়া যায়, তাহলে ১৯ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লিষ্ট শাখায় আবেদন করতে হবে। এর পর কোনো অভিযোগ গ্রহণ করা হবে না।


সর্বশেষ সংবাদ