প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে মহাকাশবিজ্ঞান শিক্ষার ‘সামার স্কুল ’

সামার স্কুল কর্মসূচি
সামার স্কুল কর্মসূচি  © টিডিসি ফটো

বাংলাদেশের মহাকাশবিজ্ঞান শিক্ষায় এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে আয়োজিত হতে যাচ্ছে দেশের প্রথম সামার স্কুল কর্মসূচি “এপি অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্স সামার স্কুল - ২০২৫”। দুই দিনব্যাপী এই ব্যতিক্রমধর্মী আয়োজনটি আগামী শুক্রবার (৩০ মে) ও শনিবার (৩১ মে) রাজধানীর বাংলা মটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

এই সামার স্কুলটি সকলের জন্য উন্মুক্ত। দুই দিনব্যাপী চলবে জ্যোতির্বিজ্ঞান, মহাকাশ অন্বেষণ ও অ্যাস্ট্রোফিজিক্স বিষয়ক দেশ-বিদেশের স্বনামধন্য আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞানীদের ক্লাস যারা নাসা কিংবা বিশ্বের অন্যান্য স্বনামধন্য জ্যোতির্বিজ্ঞানের সংস্থা এবং বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত আছেন। পাঠ্যপুস্তকের গণ্ডি ছাড়িয়ে মহাকাশকে জানার এ আয়োজন সাজানো হয়েছে তাত্ত্বিক আলোচনা, গাণিতিক বিশ্লেষণ ও ইন্টার‍্যাকটিভ এক্টিভিটির মাধ্যমে।

বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে হ্যান্ডস-অন লার্নিং মডিউল এবং ভার্চুয়াল রিয়েলিটি (VR) প্রযুক্তি নির্ভর অভিজ্ঞতা, যা বাংলাদেশে মহাকাশবিজ্ঞান শিক্ষায় প্রথমবারের মতো ব্যবহার করা হবে। এতে শিক্ষার্থীরা বাস্তবমুখী, প্রাযুক্তিক ও অংশগ্রহণমূলক এক শিক্ষার স্বাদ পাবে।

এই আয়োজনে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী ও গবেষকেরা যুক্তরাষ্ট্রের নাসা গোডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের গবেষক ড. দীপেন, ভারতের মান্নু বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. প্রিয়া, ইতালির মিলান বিশ্ববিদ্যালয়ের পোস্টডক্টরাল ফেলো ড. স্বস্তিক এবং বাংলাদেশের তরুণ গবেষক মুস্তাফা শোভন থাকছেন অতিথি বক্তা হিসেবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নভোথিয়েটারের মহাপরিচালক (অতিরিক্ত সচিব)। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের অধীন DEIED প্রকল্পের প্রকল্প পরিচালক। আয়োজনটিতে ‘বিজ্ঞানপ্রিয়’ থাকছে ইয়ুথ এনগেজমেন্ট পার্টনার হিসেবে এবং নভোথিয়েটার থাকছে লজিস্টিক পার্টনার হিসেবে।

এই আয়োজন সকলের জন্য উন্মুক্ত হলেও মূলত মহাকাশ বিষয়ে আগ্রহী ছাত্রছাত্রীদের জন্য এটি এক অনন্য সুযোগ। শিক্ষার্থীরা সরাসরি বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে জ্যোতির্বিজ্ঞানের গভীরে প্রবেশ করতে পারবে।

সামার স্কুলে ভর্তির শেষ সময় আজ বৃহস্পতিবার (২৯ মে রাত ১২টা)। আগ্রহীরা ০১৮৩৮২০২৯০৭ নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বিস্তারিত জানতে এবং ভর্তি সম্পন্ন করতে পারবে।
ভর্তির ফর্ম পাওয়া যাবে এই লিংকে

আয়োজনটির পেছনে রয়েছে “অ্যাস্ট্রোনমি পাঠশালা” বাংলাদেশের প্রথম ও বৃহত্তম মহাকাশবিজ্ঞান শেখার এডটেক প্ল্যাটফর্ম।


সর্বশেষ সংবাদ