শুরু হচ্ছে ‘বাংলার ম্যাথ এক্সেলেন্সি চ্যাম্পিয়নশিপ’
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ জুন ২০২৫, ১১:৫৫ AM , আপডেট: ১২ জুন ২০২৫, ১২:২৯ PM
‘বাংলার ম্যাথ এক্সেলেন্সি চ্যাম্পিয়নশিপ’- ২০২৫ গণিত প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। আগামী শুক্রবার (১৬ মে) এ প্রতিযোগিতা শুরু হয়ে চলবে ২৪ মে পর্যন্ত।
এতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের ৩য় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। ২০২৫ সালে শিক্ষার্থী যে শ্রেণিতে পড়াশোনা করছে, সেই শ্রেণিতেই রেজিস্ট্রশন করতে হবে।
এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের ব্যক্তিগত দক্ষতা প্রদর্শন, সমস্যা সমাধানের সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্ব করার সুযোগ করে দিবে।
১৬ মে শুরু হবে প্রতিযোগিতার অনলাইন বাছাই পর্ব। দেশব্যাপী শিক্ষার্থীরা অনলাইনে অংশগ্রহণ করে তাদের গণিতের দক্ষতা প্রদর্শন করতে পারবে। এরপর ২৩ মে ঢাকায় শুরু হবে জাতীয় পর্ব।
জাতীয় পর্বের বিজয়ীরা বাংলাদেশের আন্তর্জাতিক গণিত দলের সদস্য হওয়ার সুযোগ পাবে এবং থাইল্যান্ড ও ভিয়েতনামে দেশের প্রতিনিধিত্ব করবে। থাইল্যান্ডে জুলাই মাসে এবং ভিয়েতনামে আগস্ট মাসে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব।
উল্লেখ্য, জাতীয় পর্ব পর্যন্ত অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করা যাবে সম্পূর্ণ বিনামূল্যে। রেজিস্ট্রেশন চলবে আজ ১৪ই মে রাত ১২ টা পর্যন্ত।রেজিস্ট্রেশন করা যাবে এই লিংকের মাধ্যমে। এছাড়া যেকোনো প্রশ্ন বা তথ্যের প্রয়োজন হলে যোগাযোগ করা যাবে ০১৭৩৮১৪৩৪৫৯ নম্বরে।