প্রকাশিত সংবাদের প্রতিবাদ আইডিয়াল কলেজ শিক্ষকের

আইডিয়াল কলেজ, ধানমন্ডি
আইডিয়াল কলেজ, ধানমন্ডি   © সংগৃহীত

গত ২৮ আগস্ট দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত ‘আইডিয়াল কলেজ, ধানমন্ডির শিক্ষক দ্বারা হয়রানি’ শীর্ষক প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানটির জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ গোলাম মোস্তফা।

রবিবার (১৪ সেপ্টেম্বর) এই শিক্ষকের স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে প্রকাশিত সংবাদের এই প্রতিবাদ জানানো হয়। এতে বলা হয়, প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমি। প্রতিবাদলিপিতে ওই শিক্ষক মবের শিকার বলে দাবি করেছেন।

প্রতিবাদলিপিতে বলা হয়, এই খবরটি মিথ্যা, বানোয়াট, একপাক্ষিক ও উদ্দেশ্য প্রণোদিত এবং আমাকে হেয় প্রতিপন্ন করার জন্যই আমার (ভুক্তভোগী) কোন বক্তব্য না শুনেই একতরফাভাবে অন্যের মুখে শোনে (এক গণমাধ্যমকর্মী) সংবাদটি প্রচার করেছেন। এছাড়া তিনি (গণমাধ্যমকর্মী) জানান, এ ঘটনার প্রত্যক্ষদর্শী তিনি নন।

‘‘প্রকৃত ঘটনা হচ্ছে, গত ২১ ও ২৪ আগস্ট তারিখে অনুষ্ঠিত ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীদেরকে নকল করতে না দেওয়ায় কয়েকজন পরীক্ষার্থী ২৪ আগস্ট তারিখ পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে এবং গণপিটুনি দিয়ে হত্যার হুমকি দিয়ে মিথ্যা স্বীকারোক্তি আদায় করেছেন। যা দণ্ডবিধি ১৮৬০ এর ৩৩০ ধারা মতে শাস্তিযোগ্য অপরাধ এবং ওই ব্যক্তিরা আমাকে শারীরিক নির্যাতনের ভিডিও ধারণ করে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেছেন।’’


সর্বশেষ সংবাদ