ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ৭ পুলিশ সদস্য
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ০২:৫২ PM , আপডেট: ২২ আগস্ট ২০২৫, ০৭:২৫ AM
রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সাতজন পুলিশ সদস্য রয়েছেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে দুই কলেজ শিক্ষার্থীর মধ্যে সায়েন্স ল্যাব মোড়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশের দাবি, শিক্ষার্থীদের পাল্টাপাল্টি হামলার মধ্যে পড়ে সাতজন পুলিশ সদস্য আহত হন। সংঘর্ষে উভয় পক্ষের আরও অন্তত ছয়জন আহত হয়েছেন। ঘটনার সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশকে লাঠিচার্জ করতেও দেখা যায়।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষার্থীদের পাল্টাপাল্টি হামলার ঘটনায় আমাদের ৭ জনের মত পুলিশ সদস্য আহত হয়েছে। তবে আরও কয়েকজন থাকতে পারে।
আরও পড়ুন: এবার কী নিয়ে সংঘর্ষ ঢাকা কলেজ-সিটি কলেজের?
তিনি আরও বলেন, সংঘর্ষের শুরুতে কিছু সময় সড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়। তখন পর্যন্ত দুই পক্ষ সড়কের দুই পাশে অবস্থান নিয়ে ছিল। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।
এর আগে, সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা লাঠিসোটা ও ধারালো অস্ত্রসহ একে অপরের দিকে ধাওয়া-পাল্টা ধাওয়া চালায়। এ সময় সায়েন্সল্যাব থেকে সশস্ত্র অবস্থায় কয়েকজনকে ঢাকা কলেজের দিকে যেতে দেখা যায়। সাংবাদিকরা ছবি তুলতে গেলে তাদের বাধা দেওয়া হয়।
ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সোমবার সিটি কলেজের পাশে অবস্থিত উদ্ভাস কোচিং সেন্টারে কোচিং করার সময় ঢাকা কলেজের এক শিক্ষার্থীর সঙ্গে ও সিটি কলেজের কয়েকজনের কথা কাটাকাটি হয়। এ সময় সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের ওই শিক্ষার্থীর পরিচয়পত্র (আইডি কার্ড) কেড়ে নেয়।
গতকাল বুধবার ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডি কার্ড ফেরত নিতে সিটি কলেজের পাশে অবস্থিত উদ্ভাস কোচিং সেন্টারে গেলে সেখানে দুই কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় আজ আবারও সংঘর্ষে লিপ্ত হয়েছেন উভয় কলেজের শিক্ষার্থীরা।