নিখোঁজ হওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী সাভার থেকে উদ্ধার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ জুন ২০২৫, ০৭:৪৯ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৭:৫৯ PM
রাজধানীর ভাটারা এলাকার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হওয়া মাহিরা বিনতে মারুফ পিউলি নামে এইচএসসি পরীক্ষার্থীকে পাওয়া গেছে। গত রবিবার (২৯ জুন) দিবাগত রাতে রাজধানীর সাভার এলাকা থেকে তাকে উদ্ধার করা হয় বলে র্যাব জানায়।
এর আগে, রবিবার সকালে পরীক্ষার উদ্দেশ্যে বাসা থেকে বের হলেও তিনি আর পরীক্ষাকেন্দ্রে পৌঁছাননি এবং দীর্ঘ সময় পার হলেও বাসায় ফিরে যাননি। তখন মাহিরার বড় বোন মারিয়া বিনতে মারুফ জানান, মাহিরা মিরপুর সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী এবং তার পরীক্ষাকেন্দ্র ছিল মিরপুর কলেজ। মাহিরার বাসা ভাটারা থানাধীন জগন্নাথপুর এলাকার কেবি বিল্ডিং, যমুনা হাজী সমীর উদ্দিন রোডে। তার বাবার নাম মো. আব্দুল্লাহ আল মারুফ এবং মায়ের নাম রেহানা পারভীন।
আরও পড়ুন: এইচএসসি পরীক্ষার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে নিখোঁজ, পরিবারের জিডি
পরিবার সূত্রে আরও জানা যায়, রবিবার দুপুর ১টার দিকে তার পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু মাহিরা বাড়ি না ফেরায় পরিবার উদ্বিগ্ন হয়ে পরীক্ষাকেন্দ্রে খোঁজ নিতে যায়। সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তারা জানতে পারেন, মাহিরা ওই দিন পরীক্ষা কেন্দ্রে উপস্থিতই হননি।
এ ঘটনায় রবিবার সন্ধ্যার দিকে মাহিরার পরিবার রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। এরপর থেকেই তার খোঁজে তৎপরতা শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।