পরীক্ষা দিতে পারলেন না জামালপুরের এক কলেজের ১৭ শিক্ষার্থী

২৬ জুন ২০২৫, ০২:১৫ PM , আপডেট: ২৬ জুন ২০২৫, ০৫:৪৯ PM
প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ও এর লোগো

প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ও এর লোগো © সংগৃহীত

আজ ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এ পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে পারেননি জামালপুরের প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১৭ জন শিক্ষার্থী। শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিষয়টি নিয়ে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

অভিভাবক সূত্রে জানা যায়, পরীক্ষার দিন সকালে শিক্ষার্থীরা কেন্দ্রে পৌঁছালেও প্রবেশপত্র না থাকায় তাদের পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়নি। এ পরিস্থিতিতে শিক্ষার্থীরা কান্নায় ভেঙে পড়েন। অন্যদিকে, অভিভাবকরা এ ঘটনার জন্য কলেজ কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করছেন।

পরীক্ষা দিতে না পারা এক শিক্ষার্থীর মা কান্নায় ভেঙ্গে পড়েন
পরীক্ষা দিতে না পারা এক শিক্ষার্থীর মা কান্নায় ভেঙ্গে পড়েন!

 

এ বিষয়ে কলেজ সংলগ্ন এলাকার এক বাসিন্দা নাজমুল আজাদী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সারাবছর পরিশ্রম করে এইচএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছে সন্তানরা। অথচ কলেজের গাফিলতিতে পরীক্ষার প্রথম দিনেই তারা অংশ নিতে পারল না। এটা আমাদের জন্য হৃদয়বিদারক।

জুনাইদ হাবিব নামে একজন বলেন, আমরা কলেজের দায়িত্বহীনতার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

বিষয়টি সম্পর্কে বক্তব্য জানতে প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষকে একাধিকবার কল দিলেও তিনি কল ধরেন নি।

সনাতন ধর্মাবলম্বী-বিএনপি নেতাকর্মীসহ দুই শতাধিক লোকের জামায়…
  • ২৪ জানুয়ারি ২০২৬
চাঁদপুরে আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক গ্রেপ্তার
  • ২৪ জানুয়ারি ২০২৬
সন্ত্রাস-চাঁদাবাজ ছাড়া সবাইকে ১০ দলীয় জোটে আসার আহ্বান হান্…
  • ২৪ জানুয়ারি ২০২৬
সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা
  • ২৪ জানুয়ারি ২০২৬
গণঅধিকার পরিষদের এক প্রার্থীর মনোনয়ন পুনর্বহাল
  • ২৪ জানুয়ারি ২০২৬
ফজলুর রহমানের নির্বাচনী জনসভায় চেয়ার ছোড়াছুড়ি
  • ২৪ জানুয়ারি ২০২৬