বাঙলা কলেজ বাগছাসের পরিচয় পর্ব ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস), সরকারি বাঙলা কলেজ সংসদের অনুষ্ঠানে
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস), সরকারি বাঙলা কলেজ সংসদের অনুষ্ঠানে  © সংগৃহীত

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস), সরকারি বাঙলা কলেজ সংসদের নবগঠিত কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘শিক্ষার্থীদের প্রত্যাশা এবং পরিচয় পর্ব’ শীর্ষক এক মতবিনিময় সভা। বুধবার (২৫ জুন) দুপুর ২টায় কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে ছাত্ররাজনীতির নবীন নেতৃত্ব, শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা উঠে আসে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংদের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সদস্যসচিব আল মাশনুন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সংসদের যুগ্ম সদস্যসচিব মাহফুজুর রহমান এবং কেন্দ্রীয় প্রতিনিধি জাহেদ হাসান ফরহাদ। সভায় সভাপতিত্ব করেন বাঙলা কলেজ সংসদের আহ্বায়ক আশরাফুল ইসলাম রাব্বি এবং সঞ্চালনা করেন সদস্যসচিব শাওন আহমেদ সৈকত।

নবগঠিত কমিটির সদস্যরা সভায় নিজেদের পরিচয় তুলে ধরেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রত্যাশা, সমস্যা ও মতামত উপস্থাপন করেন। বক্তারা বলেন, গণতান্ত্রিক ও স্বচ্ছ নেতৃত্বের বিকাশই আমাদের মূল লক্ষ্য। আমরা এমন একটি ছাত্ররাজনীতি চর্চা করতে চাই, যেখানে প্রতিটি শিক্ষার্থীর কণ্ঠস্বর গুরুত্ব পাবে।

প্রধান অতিথির বক্তব্যে আল মাশনুন বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ সব সময় প্রগতিশীল চিন্তা ও ছাত্রস্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করে আসছে। বাঙলা কলেজ সংসদের নতুন নেতৃত্বও এই ধারাবাহিকতা ধরে রাখবে বলে আমরা আশাবাদী।

বিশেষ অতিথি মাহফুজুর রহমান বলেন, শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। তাই তাদের মাঝে নৈতিকতা, গণতান্ত্রিক মূল্যবোধ ও শৃঙ্খলার চর্চা কলেজ জীবন থেকেই শুরু হওয়া উচিত।

মতবিনিময় পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সরাসরি তাদের মতামত, অভিযোগ ও প্রত্যাশা তুলে ধরেন। কমিটির পক্ষ থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, সাংগঠনিক রূপরেখা এবং শিক্ষার্থীবান্ধব কর্মসূচির ধারণা উপস্থাপন করা হয়।


সর্বশেষ সংবাদ