১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে এমআইটি, হার্ভার্ডসহ যেসব জায়গায় যাবেন নটরডেম শিক্ষার্থীরা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১১:৪৩ AM , আপডেট: ০৪ জুন ২০২৫, ০৪:৩১ PM
শিক্ষা সফরের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে গিয়ে পৌঁছেছেন রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নটরডেম কলেজের একদল শিক্ষক ও শিক্ষার্থী। এ সফরে অংশ নেন কলেজের অধ্যক্ষ, পাঁচজন শিক্ষক এবং ৬১ জন শিক্ষার্থী মিলে মোট ৬৬ জন।
তাদের এই সফরকালে মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেট্স অঙ্গরাজ্যের বেসরকারি গবেষণা বিশ্ববিদ্যালয় ম্যাসাচুসেট্স ইন্সটিটিউট অব টেকনোলজি (এমআইটি) এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থানসমূহে পরিদর্শন এবং বিভিন্ন কর্মশালায় অংশ নেওয়ার কথা রয়েছে।
আজ বুধবার (৪ জুন) নটরডেম কলেজ সংশ্লিষ্ট ফেসবুক পেইজ ‘এনডিসি লার্নিং’-এ এক পোস্টের মাধ্যমে বিস্তারিত জানানো হয়।
পোস্টে বলা হয়, আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের মাননীয় অধ্যক্ষ এবং ৫ জন শিক্ষকসহ ৬১ জন শিক্ষার্থী ১০ দিনের আন্তর্জাতিক শিক্ষা সফরে নিরাপদে মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। এই যাত্রার লক্ষ্য দৃষ্টিভঙ্গি প্রসারিত করা, শেখার অনুপ্রেরণা জাগানো এবং বিশ্বব্যাপী বোঝাপড়া বৃদ্ধি করা। নিরাপদ এবং আলোকিত অভিজ্ঞতার জন্য দয়া করে আমাদের গ্রুপকে আপনার প্রার্থনায় রাখুন।
আরও পড়ুন: রোহিঙ্গা শিশুদের শিক্ষার সঙ্গে যুক্ত ইউনিসেফের ১১৭৯ কর্মী চাকরি হারালেন
ফেসবুক পেইজটিতে জানানো হয়, এই ভ্রমণে অ্যাকাডেমিক ও সাংস্কৃতিক বিষয়গুলি অন্তর্ভুক্ত রয়েছে যার মধ্যে রয়েছে:
বিশ্ববিদ্যালয় পরিদর্শন: বিশ্বমানের শিক্ষা অভিজ্ঞতা অর্জনের জন্য এমআইটি এবং হার্ভার্ড পরিদর্শন।
কর্মশালা: নেতৃত্ব, যোগাযোগ এবং বিশ্ব নাগরিকত্বের উপর দৃষ্টি নিবদ্ধ করে বিভিন্ন সেশনে অংশগ্রহণ।
শিক্ষামূলক স্থান: কেনেডি স্পেস সেন্টার, ইউনিভার্সাল স্টুডিও এবং ডিজনিল্যান্ড ভ্রমণ।
শহর ঘুরা: নিউইয়র্ক সিটির প্রাণবন্ত সংস্কৃতি এবং ল্যান্ডমার্ক আবিষ্কার।