নুর ও মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নির্বাচনী কার্যালয় ভাঙচুর

২৮ জানুয়ারি ২০২৬, ১১:৫৪ AM
নির্বাচনী কার্যালয়ে ভাঙা চেয়ার

নির্বাচনী কার্যালয়ে ভাঙা চেয়ার © টিডিসি

পটুয়াখালীর গলাচিপায় বকুলবাড়িয়া ইউনিয়নে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে গণঅধিকার পরিষদের প্রার্থী নুরুল হক নুর ও স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ও  ইউনিয়ন বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে বিএনপি সমর্থিত প্রার্থী নুরুল হক নুরের কর্মী-সমর্থকদের দায়ী করা হয়েছে। তবে এখন পর্যন্ত গলাচিপা থানায় কেউ কোনো অভিযোগ করেননি বলে জানিয়েছেন অফিসার ইনচার্জ জিল্লুর রহমান।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল আনুমানিক ৫টার দিকে বকুলবাড়িয়া ইউনিয়নের বটতলা বাজার এলাকায় গণঅধিকার পরিষদ ও স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী মিছিলকে কেন্দ্র করে দুপক্ষের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের নির্বাচনী অফিস ও একটি ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সাইনবোর্ড, চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক ভিডিও ফুটেজে হামলা, ধাওয়া ও পাল্টা ধাওয়ার দৃশ্য দেখা গেছে। হাসান মামুনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, নুরুল হক নুরের কর্মী-সমর্থকরাই পরিকল্পিতভাবে হামলা ও ভাঙচুর চালিয়েছে। ঘোড়া মার্কার সমর্থনে মিছিল করার সময় এই হামলা হয় বলে তারা দাবি করেন।

স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের নির্বাচন পরিচালনা বকুলবাড়িয়া ইউনিয়ন কমিটির আহ্বায়ক হুমায়ুন কবির সরদার বলেন, মঙ্গলবার বিকেলে নুরুল হক নুর তার কর্মীদের নিয়ে বকুলবাড়িয়া বটতলা বাজারে আসে। সেখানে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের সমর্থক ও নুরুল হক নুরের সমর্থকদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে নুরুল হক নুর চলে গেলে এর কিছু পর তার (নুরের) দলের নেতা কর্মীরা হাসান মামুনের নির্বাচনি অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে।এসময় ১৫ জন আহত হয়েছেন। আহতরা হলেন- মাহাবুব, আরিফুর রহমান মুন্সি, আব্দুল বিশ্বাস, এশাদুল ইসলাম, জহির খান, মহসিন, জুবায়ের, রফিক মৃধা, সাকিল সিকদার, মতি সিকদার, রিয়াজ হাওলাদার, মোস্তাক আহমে, সিদ্দিক মৃধা ও হুমায়ুন কবির সরদার।

অন্যদিকে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে। দলটির দাবি, নুরুল হক নুরের নির্বাচনী প্রচারণা উপলক্ষে ট্রাক মার্কার মিছিল চলাকালে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা বাধা সৃষ্টি করে এবং পথ অবরুদ্ধ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষের সূত্রপাত ঘটে।

গণঅধিকার পরিষদের গলাচিপা মিডিয়া টিমের পরিচালনা কমিটির সমন্বয়ক আবু নাঈম বলেন, ‘বিকেলে নুর ভাইয়ের গণসংযোগ ছিল। কিন্তু বকুলবাড়িয়া বটতলা বাজারে হাসান মামুনের ঘোড়া প্রতীকের সমর্থকরা বাধা দেয়। এ নিয়ে বাগ্‌বিতণ্ডা হয়। এর পর নুর ভাই ও আমরা আমাদের কর্মীদেরকে নিয়ে উলানিয়া চলে যাই। পরে কী হয়েছে আমাদের জানা নাই।’

এদিকে ঘটনার সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে নুরুল হক নুরের নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান বলেন, নির্বাচনী প্রচারণা চলাকালীন দুপক্ষের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত গলাচিপা থানায় কেউ কোনো অভিযোগ করেননি। 

উল্লেখ্য, এর আগেও সোমবার (২৬ জানুয়ারি) দশমিনা উপজেলার চরবোরহান এলাকায় দুই পক্ষের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলন করে নুরুল হক নুর স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ তোলেন। এ ছাড়া গত বছরের ১২ জুন একই এলাকায় নুরুল হক নুরকে অবরুদ্ধ করার অভিযোগও ওঠে।

জামিনে বেরিয়েই বাদীর বাড়িতে অগ্নিসংযোগ ও হামলা, আহত ৭
  • ২৮ জানুয়ারি ২০২৬
দাঁড়িয়ে থাকা সিএনজিতে ট্রাকের ধাক্কা, মাদ্রাসাছাত্রীসহ নিহত…
  • ২৮ জানুয়ারি ২০২৬
জাতীয় নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড পাওয়ার আবেদন কর…
  • ২৮ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তিতে স্কুল-কলেজ-মাদ্রাসা ও কারিগরি— কোন প্রতিষ্…
  • ২৮ জানুয়ারি ২০২৬
কৃষি গুচ্ছে ভর্তির অপেক্ষমান শিক্ষার্থীদের প্রথম মেধাতালিকা…
  • ২৮ জানুয়ারি ২০২৬
পাঁচ নেতাকে বহিষ্কার করল বিএনপি
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage