ভয়াবহ অগ্নিকাণ্ড © সংগৃহীত
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১০ জানুয়ারি) মধ্যরাতে লাগা এই আগুনে বাজারের চারটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে এবং আরও দুটি দোকানের অধিকাংশ মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ১২টার দিকে শিদলাই বাজারের একটি দর্জি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সৃষ্টি হয়েছে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
ব্রাহ্মণপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে তার আগেই বাজারের চারটি দোকান পুরোপুরি ভস্মীভূত হয় এবং দুটি দোকান আংশিক পুড়ে যায়।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে ঘটনার কারণ ও সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত চলছে।