বার্ন ইউনিটের গেটের সামনে স্বজনেরা © সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের বন্দরে একটি সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে ৮ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। শনিবার সন্ধ্যায় উপজেলার কদমরসুল এলাকায় আকিজ কোম্পানির সিমেন্ট কারখানায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আহত শ্রমিকরা হলেন—মো. হান্নান (৪৫), মো. মঞ্জুর (২৮), মো. হাবিব (৪৩), মো. রাকিবুল (২৫), মো. খোরশেদ (৩৫), তারেক (২৬) ও ফেরদাউস (৩৫)। অপর একজনের নাম তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। জানা গেছে, সন্ধ্যা পৌনে ৬টার দিকে কারখানার বয়লার কক্ষে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ভবনের বেশ কিছু কক্ষের কাঁচের দেয়াল ভেঙে চুরমার হয়ে যায়। দগ্ধ হওয়ার পাশাপাশি অনেক শ্রমিক কাঁচের আঘাতেও জখম হয়েছেন।
বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, ঘটনার পরপরই শ্রমিকদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়। দগ্ধের পরিমাণ খুব বেশি না হওয়ায় তারা বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন বলে তিনি উল্লেখ করেন। রাত ১০টার দিকে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে তাদের দগ্ধের সঠিক পরিমাণ নিরূপণে কাজ চলছে।
আকিজ সিমেন্ট ফ্যাক্টরির পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার পর দ্রুততম সময়ের মধ্যে আহতদের হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং বড় ধরনের কোনো প্রাণহানির ঝুঁকি নেই।