হঠাৎ ঘরে আগুন, বাঁচানো গেল না ৪ মাসের নবজাতককে

০৬ জানুয়ারি ২০২৬, ০৯:৩৯ PM
হঠাৎ ঘরে আগুন, বাঁচানো গেল না ৪ মাসের নবজাতককে

হঠাৎ ঘরে আগুন, বাঁচানো গেল না ৪ মাসের নবজাতককে © সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার মাস বয়সী এক নবজাতকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুটি বসতঘর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরেকটি ঘর। আজ ‎মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল ৩টা দিকে রামগঞ্জ পৌরসভার ৭ নং টামটা ওয়ার্ডের নরিমপুর ইয়াছিন মজুমদার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

‎স্থানীয়রা জানান, দুপুরের খাবার শেষে বাড়ির মালিক দুলালের স্ত্রী কাপড় আনতে বাইরে যান। কিছুক্ষণ পর ঘরে ফিরে তিনি দেখেন ভেতরে আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়লে ঘরে থাকা চার মাস বয়সী শিশু আয়াতকে উদ্ধার করা সম্ভব হয়নি। এতে ঘটনাস্থলেই শিশুটির মর্মান্তিক মৃত্যু হয়।

তারা জানান, ‎আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে তাৎক্ষণিকভাবে পাশের শহীদের বসতঘরেও আগুন ছড়িয়ে পড়ে। এতে মুহূর্তেই দুটি ঘর পুড়ে ছাই হয়ে যায় এবং পাশের আরেকটি ঘর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

‎খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং শিশুটির মরদেহ উদ্ধার করেন।
‎রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, অগ্নিকাণ্ডে চার মাস বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশের একটি টিম কাজ করছে। তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপির এক ব্যবসায়ী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১১ দলীয় জোট বিজয়ী হলে এনআইডি কার্ডেই সকল সেবা নিশ্চিত হবে: …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন গণঅধিকারের এমপি প্রার্থী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
​পটুয়াখালী-৩: নুর ও মামুনের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘর…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জেলা কারাগার থেকে হাজতির পলায়ন, ডেপুটি জেলারসহ বরখাস্ত ৮
  • ৩১ জানুয়ারি ২০২৬