হঠাৎ ঘরে আগুন, বাঁচানো গেল না ৪ মাসের নবজাতককে © সংগৃহীত
লক্ষ্মীপুরের রামগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার মাস বয়সী এক নবজাতকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুটি বসতঘর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরেকটি ঘর। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল ৩টা দিকে রামগঞ্জ পৌরসভার ৭ নং টামটা ওয়ার্ডের নরিমপুর ইয়াছিন মজুমদার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরের খাবার শেষে বাড়ির মালিক দুলালের স্ত্রী কাপড় আনতে বাইরে যান। কিছুক্ষণ পর ঘরে ফিরে তিনি দেখেন ভেতরে আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়লে ঘরে থাকা চার মাস বয়সী শিশু আয়াতকে উদ্ধার করা সম্ভব হয়নি। এতে ঘটনাস্থলেই শিশুটির মর্মান্তিক মৃত্যু হয়।
তারা জানান, আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে তাৎক্ষণিকভাবে পাশের শহীদের বসতঘরেও আগুন ছড়িয়ে পড়ে। এতে মুহূর্তেই দুটি ঘর পুড়ে ছাই হয়ে যায় এবং পাশের আরেকটি ঘর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং শিশুটির মরদেহ উদ্ধার করেন।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, অগ্নিকাণ্ডে চার মাস বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশের একটি টিম কাজ করছে। তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।