রামগঞ্জে পানি নিষ্কাশন খালে ৫০ বাঁধ, জলাবদ্ধতায় বিপর্যস্ত হাজারো মানুষ

২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৪ PM
ছোট বড় বাঁধে তৈরি হয়েছে জলাবদ্ধতা

ছোট বড় বাঁধে তৈরি হয়েছে জলাবদ্ধতা © সংগৃহীত ছবি

রামগঞ্জ উপজেলার পানিওয়ালা থেকে টিউরি পর্যন্ত ২ কিলোমিটার দীর্ঘ খালে ছোট-বড় ৫০টির মতো অবৈধ বাঁধ তৈরি করেছে স্থানীয় প্রভাবশালীরা। বাড়ির রাস্তা ও ফসলী মাঠ থেকে ইটভাটাতে মাটি আনা নেওয়ার জন্য নির্মাণ করেছেন। এছাড়া, খালের কমার রোড ও দুধরাজপুর বাজার এলাকায় অবৈধভাবে দোকানঘর নির্মাণ করে দখল করে রেখেছেন তারা। প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকায় এসব অবৈধ বাঁধ ও দোকানঘরের কারণে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

সাম্প্রতিক অতি বৃষ্টির ফলে বাঁধগুলো পানি নিষ্কাশনের গতিকে ধীর করে দিয়েছে। যার কারণে খালের পার্শ্ববর্তী ৯ নং ভোলাকোট ও ১০ নং ভাটরা ইউনিয়নের টিউরি, দুধরাজপুর, আকরতমা, বিহারীপুর, হিরাপুর, দক্ষিণ ভাটরা, নল চড়া সহ প্রায় ৫০ হাজার মানুষের জলাবদ্ধতার সমস্যা দিনদিন বাড়ছে। এতে চাষাবাদ ব্যাহত হচ্ছে এবং কৃষকেরা দুশ্চিন্তায় পড়েছেন।

স্থানীয়রা জানান, ২ কিলোমিটার দীর্ঘ এই খালের বিভিন্ন স্থানে ৫০টিরও বেশি বাঁধ মাটি দিয়ে ভরাট করা হয়েছে, কেউ কেউ পাকা বাঁধ তৈরি করেছেন। বাঁধের কারণে সামান্য বৃষ্টিতেই পানি জমে গিয়ে ফসলের মারাত্মক ক্ষতি হয় এবং ঘরবাড়িতেও পানি উঠে যায়। আবার শুকনো মৌসুমে বাঁধ থাকার কারণে সেচের জন্য পর্যাপ্ত পানি পাওয়া যায় না।

টিউড়ি গ্রামের বৃদ্ধ ইসমাইল  হোসেন (৮০) বলেন, ‘ছোটবেলা থেকে খালটি দেখে আসছি আগে এখানে খুব স্রোত ছিল। নদী থেকে বিভিন্ন ধরনের মাছ আসতো। সবাই মাছ ধরতো। খালের পানি দিয়ে নল চরা, টিউরি, আকরতমা মাঠে চাষাবাদ হতো। ২০ বছর আগে থেকে মানুষ খালে বাঁধ দেওয়া শুরু করছে। অনেকে খালের সাথে টয়লেটের লাইন ও  দিয়েছে। এখন আর স্রোত নেই, মাছ নেই, শুকনো মৌসুমে পানির অভাব, বর্ষায় জলাবদ্ধতা, ও ময়লা পানির কারণে খালটি এখন মানুষের গলার কাটায় পরিণত হয়েছে।‘

 আকরতমা গ্রামের হারুন মিয়া জানান, ‘প্রশাসন যদি দখলকারীদের নিকট থেকে খালটি উদ্ধার না করে তবে কয়েক বছর পর এ খালের অস্তিত্বই আর খুঁজে পাওয়া যাবে না। স্থানীয় কৃষক ইউসুফ ও আব্দুল মান্নান বলেন প্রশাসন যদি খালের মধ্যে থাকা বাঁধগুলো কেটে দেয় তাহলে এই পানির সমস্যা সমাধান হবে এবং কৃষক চাষাবাদ করতে পারবে।‘

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, খালে যে বাঁধ আছে তা  কেউ অভিযোগ করেনি। দ্রুত ই তা শনাক্ত  করে  কাটার ব্যবস্থা গ্রহণ করবো।

 

ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু
  • ১১ জানুয়ারি ২০২৬
ঢাবিতে আওয়ামীপন্থি সাবেক প্রক্টর বিভাগের চেয়ারম্যান হওয়ায় শ…
  • ১১ জানুয়ারি ২০২৬
সেঞ্চুরি মিস হৃদয়ের, চ্যালেঞ্জিং পুঁজি রংপুরের
  • ১১ জানুয়ারি ২০২৬
আনোয়ারায় অর্ধশতাধিক মাদ্রাসা শিক্ষার্থীসহ পাঁচ গুণী শিক্ষকক…
  • ১১ জানুয়ারি ২০২৬
ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটের ভর্তি আবেদন শুরু ১৪ জানুয়ারি
  • ১১ জানুয়ারি ২০২৬
ফেনীর তিনটি আসনে নির্বাচনী মানচিত্র বদলাবে প্রায় ৬ লাখ তরুণ…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9