চলন্ত ট্রেনে উঠতে গিয়ে স্বামীর হাত ফসকে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

০১ জানুয়ারি ২০২৬, ০৭:০৫ PM
রুপা খাতুন

রুপা খাতুন © টিডিসি

রাজশাহীতে স্বামীর হাত ধরে চলন্ত ট্রেনে ওঠার সময় নিচে পড়ে গিয়ে রুপা খাতুন (২৩) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত রুপা রাজশাহীর দুর্গাপুর উপজেলার তিত্তরকুড়ি গ্রামের মো. অনিকের স্ত্রী।

জানা গেছে, ট্রেনটি রাজশাহী স্টেশন ছেড়ে যাওয়ার পর রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত রুপাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনায় তার একটি পা প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং মাথায় ও অন্য পায়ে গুরুতর আঘাত ছিল। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

রাজশাহী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান বলেন, ‘অনিক ঢাকায় একটি ফার্নিচার প্রতিষ্ঠানে চাকরি করেন। ছুটি শেষে কর্মস্থলে ফেরার জন্য বিকেলে স্ত্রীকে নিয়ে পদ্মা এক্সপ্রেস ট্রেনে উঠতে স্টেশনে যান তারা। তারা যখন প্ল্যাটফর্মে পৌঁছান, ততক্ষণে ট্রেনটি ছেড়ে দিয়েছিল।

অনিক দ্রুত দৌঁড়ে ট্রেনে উঠে পড়েন এবং বাইরে থাকা স্ত্রীর হাত ধরে তাকে টেনে তোলার চেষ্টা করেন। ঠিক ওই মুহূর্তে রুপা খাতুন স্বামীর হাত থেকে ফসকে ট্রেনের নিচে পড়ে যান। স্ত্রীকে পড়ে যেতে দেখে অনিকও চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নিচে নেমে পড়েন। ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।’

কালীগঞ্জে ছাত্রশিবির নেতার ওপর হামলার অভিযোগ
  • ২২ জানুয়ারি ২০২৬
নতুন পে স্কেলে ভাতা বৃদ্ধির যত সুপারিশ
  • ২২ জানুয়ারি ২০২৬
স্বতন্ত্র প্রার্থী হওয়ায় পদ হারালেন বিএনপি নেতা মাসুদ ও শিপন
  • ২২ জানুয়ারি ২০২৬
গানম্যান চাইলেন হান্নান মাসউদসহ দুই প্রার্থী
  • ২২ জানুয়ারি ২০২৬
জিয়া পরিষদের সদস্য সহকারী অধ্যাপককে হত্যা
  • ২২ জানুয়ারি ২০২৬
শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীকে হাতুড়িপেটার অভিযোগ, গ্রেপ্তা…
  • ২২ জানুয়ারি ২০২৬