রাজশাহী ওয়ারিয়র্সের লোগো © সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতের হয়ে খেললেও বিশ্ব ক্রিকেটে মারকুটে ব্যাটার হিসেবেই পরিচিত মোহাম্মদ ওয়াসিম। এবার সেই ব্যাটিং ঝড় তুলতেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আসছেন তিনি। রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে খেলবেন এই ওপেনার।
রাজশাহীর বিদেশি ওপেনার সাহিবজাদা ফারহান পুরো মৌসুম খেলতে পারবেন না। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য পাকিস্তান দলে ডাক পাওয়ায় বিপিএল ছাড়তে হবে তাকে। বর্তমানে তানজিদ হাসান তামিমের সঙ্গে ইনিংস উদ্বোধন করছেন ফারহান। তার বিদায়ে যে শূন্যতা তৈরি হবে, সেটিই পূরণ করতে ওয়াসিমকে দলে ভিড়িয়েছে রাজশাহী।
৩১ বছর বয়সী মোহাম্মদ ওয়াসিমের টি-টোয়েন্টি অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। এখন পর্যন্ত ১৩০টি ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৪ হাজার ১৪০ রান। প্রায় ১৪৯ স্ট্রাইকরেটে রান করার পাশাপাশি তিনটি সেঞ্চুরি ও ২৯টি হাফ-সেঞ্চুরিও রয়েছে তার নামের পাশে।
বর্তমানে আইএলটি–২০ খেলছেন ওয়াসিম, যেখানে এমআই এমিরেটসের হয়ে মাঠ মাতাচ্ছেন তিনি। দলটির প্লে-অফ ইতোমধ্যে নিশ্চিত হয়েছে। টুর্নামেন্ট শেষ করেই রাজশাহীতে যোগ দেবেন এই ডানহাতি ব্যাটার। আইএলটি–২০ আসরেও দারুণ ফর্মে আছেন ওয়াসিম। ১০ ম্যাচে ২৯৩ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় চতুর্থস্থানে আছেন তিনি। গালফ জায়ান্টসের বিপক্ষে ৪২ বলে ৫৯ রানের ম্যাচজয়ী ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন তিনি।