সড়কে ঘুরে বেড়াচ্ছে একদল বেওয়ারিশ কুকুর © সংগৃহীত
মানিকগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় কুকুরের উপদ্রব আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় জনস্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে। বিশেষ করে পৌর এলাকার ৬ ও ৯ নম্বর ওয়ার্ড এলাকায় সড়কসহ আশপাশের গত কয়েক সপ্তাহ ধরে বেওয়ারিশ কুকুরের আক্রমণ ও চলাচল বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বেশ কয়েকটি কুকুরের গলায় গভীর ক্ষত ও পচন সৃষ্টি হয়েছে। এসব অসুস্থ ও আক্রমণাত্মক কুকুর থেকে জলাতঙ্কসহ বিভিন্ন রোগ সংক্রমণের ঝুঁকি বাড়ছে। ইতোমধ্যে শিশুদের চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে, নারী ও বয়স্ক মানুষ ঘরের বাইরে বের হতে ভয় পাচ্ছেন। এ ছাড়া রাতের বেলায় রাস্তায় চলাচলের সময় মানুষ আক্রমণের শিকার হচ্ছেন বলেও অভিযোগ উঠেছে।
গত ২২ ডিসেম্বর এ পরিপ্রেক্ষিতে মানিকগঞ্জ পৌরসভার প্রশাসক বা মেয়রের কাছে লিখিত আবেদন জানানো হয়। আবেদনে জনস্বাস্থ্য, নিরাপত্তা ও মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান স্থানীয়রা।
আবেদনে যেসব দাবি জানানো হয়েছে তার মধ্যে রয়েছে পৌরসভার উদ্যোগে দ্রুত কুকুর ধরা ও নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করা অসুস্থ, আক্রমণাত্মক ও রোগগ্রস্ত কুকুরের বিষয়ে জরুরি ব্যবস্থা নেওয়া, সুস্থ কুকুরগুলোর টিকাদান, নির্বীজন (Vaccination & Sterilization) এবং স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা, এলাকায় নিয়মিতভাবে পৌরসভার কুকুর নিয়ন্ত্রণ টিমের তদারকি নিশ্চিত করাকে প্রধানভাবে গুরুত্ব দেওয়া হয়েছে।
এলাকাবাসীর দাবি, দ্রুত ব্যবস্থা না নিলে জলাতঙ্কসহ ভয়াবহ রোগের বিস্তার ঘটতে পারে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে।
নাগরিকদের জীবন ও চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন পৌরসভার বাসিন্দারা।