পর্যটকের পদচারণায় মুখর কক্সবাজার, রুম সংকটে ভোগান্তি

২২ ডিসেম্বর ২০২৫, ১২:৪৩ PM
কক্সবাজার সমুদ্র সৈকত

কক্সবাজার সমুদ্র সৈকত © টিডিসি ফোটো

দেশের নানা প্রান্ত থেকে আগত পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পর্যটন রাজধানী খ্যাত কক্সবাজার। ছুটির দিন না হলেও রবিবার (২১ ডিসেম্বর) সকাল থেকেই সমুদ্রসৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে দেখা গেছে পর্যটকদের উপচে পড়া ভিড়।

পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধবদের সঙ্গে সৈকতের বালুকাবেলায় সময় কাটাচ্ছেন পর্যটকেরা। শীতের আবহাওয়ায় সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে সকাল থেকেই সৈকতে ভিড় করছেন তারা।

দিনাজপুর থেকে আসা পর্যটক মামুন বলেন, 'কক্সবাজারের সৌন্দর্য বরাবরই উপভোগ্য। শীতের সময় এই সমুদ্রতীরের শহর আরও নান্দনিক হয়ে ওঠে। পরিবার নিয়ে সকালে এসেছি, তিন দিন থাকার পরিকল্পনা আছে।'

তবে রুম ভাড়া ও অতিরিক্ত খরচ নিয়ে দুর্ভোগের কথাও জানিয়েছেন অনেক পর্যটক।চট্টগ্রাম থেকে আসা পর্যটক মিলু বড়ুয়া বলেন,
'আমরা আট বন্ধু মিলে ঘুরতে এসেছি। একটি হোটেলে গিয়ে প্রতি রুম চার হাজার টাকা চাওয়া হয়েছে। অতিরিক্ত ভাড়া দাবি করা হচ্ছে, প্রশাসনের এ বিষয়ে নজর রাখা উচিত।'

তবে খোঁজ নিয়ে জানা গেছে, শহরের পাঁচ শতাধিক হোটেল-মোটেলের অধিকাংশতেই বর্তমানে রুম পাওয়া যাচ্ছে না। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত অধিকাংশ হোটেলেই অগ্রিম বুকিং সম্পন্ন হয়েছে। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ধারণা, চলতি বছরের শেষ দশ দিনে কক্সবাজারে প্রায় পাঁচ লক্ষাধিক পর্যটকের সমাগম হতে পারে।

হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, 'শহরের আবাসিক প্রতিষ্ঠানগুলোতে প্রতিদিন প্রায় দেড় লক্ষাধিক পর্যটকের থাকার ব্যবস্থা রয়েছে। বছরের শেষ দিকে ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটি এবং পরবর্তী দুই দিনের সাপ্তাহিক ছুটি থাকায় পর্যটকের চাপ বাড়বে। ইতোমধ্যে প্রায় সব রুম অগ্রিম বুকিং হয়ে গেছে।'

তিনি আরও জানান, 'অতিরিক্ত ভাড়া যেন আদায় না করা হয় সে বিষয়ে হোটেল মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশাসনের একাধিক টিম মাঠে কাজ করছে, আমরাও তাদের সহযোগিতা করছি।'

এ বিষয়ে টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, 'পর্যটন মৌসুম শুরুর পর থেকেই আমাদের বাড়তি তৎপরতা রয়েছে। কোনোভাবেই পর্যটকদের হয়রানি করা যাবে না। অভিযোগ পেলেই তা গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।'

তিনি জানান, পর্যটকদের সহায়তার জন্য নির্ধারিত টুরিস্ট পুলিশের হেল্পলাইন নম্বর ০১৩২০১৬০০০০-এ যোগাযোগ করলে দ্রুত সহায়তা পাওয়া যাবে।

অনুমোদন পেল মেরিটাইম ইউনিভার্সিটির ১৫৮ কোটি টাকার একাডেমিক …
  • ১২ জানুয়ারি ২০২৬
‘ইরানে চলমান বিক্ষোভে নিহত পাঁচ শতাধিক’
  • ১২ জানুয়ারি ২০২৬
১৯ দিনেও সন্ধান মেলেনি মাদ্রাসাছাত্র ফারহানের
  • ১২ জানুয়ারি ২০২৬
কুমিল্লা পলিটেকনিক শিবিরের নেতৃত্বে রিফাত-আসিফ
  • ১২ জানুয়ারি ২০২৬
ডুয়েটে শহীদ ওসমান হাদির নামে প্রস্তাবিত গবেষণা ভবনের নামকরণ
  • ১২ জানুয়ারি ২০২৬
কর্মজীবী মা ও সন্তানের আবেগঘন গল্পে নাটক ‘মা মনি’
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9