ফসলি জমিতে পুকুর খননে বাধা দেওয়ায় কৃষককে এক্সকেভেটর চাপা দিয়ে হত্যা

১৮ ডিসেম্বর ২০২৫, ০৫:০৬ PM , আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৫:০৯ PM
চাপা দেওয়া এক্সকেভেটর, ইনসেটে নিহত জুবায়ের হোসেন

চাপা দেওয়া এক্সকেভেটর, ইনসেটে নিহত জুবায়ের হোসেন © সংগৃহীত ও সম্পাদিত

রাজশাহীর মোহনপুর উপজেলায় ফসলি জমিতে পুকুর খননে বাধা দেওয়ায় জুবায়ের হোসেন (২৫) নামে এক কৃষককে এক্সকেভেটর চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত জুবায়ের উপজেলার বড় পালশা গ্রামের বাসিন্দা। এই ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মাটি খননের যন্ত্রটিতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ এক্সকেভেটর চালককে আটক করলেও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন মূলহোতারা।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) পালশা গ্রামে ফসলি জমি নষ্ট করে পুকুর খনন করছিল একটি প্রভাবশালী চক্র। কৃষিজমি রক্ষায় জুবায়েরসহ স্থানীয়রা বাধা দিতে গেলে ভীমনগর গ্রামের কয়েকজনের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। পরিবারের দাবি, একপর্যায়ে জুবায়েরকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এক্সকেভেটরের চাকার নিচে ফেলে হত্যা করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই পুলিশ ঘাতক চালক আবদুল হামিদকে (২৮) আটক করেছে। আটক হামিদ টাঙ্গাইল জেলার কাদিমহামজানি উত্তরপাড়ার বাসিন্দা।  স্থানীয়দের অভিযোগ, রাজশাহীর বিভিন্ন এলাকায় প্রভাবশালী মহল কৃষকদের অনুমতি না নিয়েই জোর করে পুকুর খনন করে এবং পরে সামান্য ইজারা মূল্যের বিনিময়ে জমি দখল করে নেয়। এতে আবাদি জমি দ্রুত হ্রাস পাচ্ছে।

খবর পেয়ে মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার ঘটনাস্থল ও নিহতের বাড়িতে যান। তিনি জানান, আবাদি জমিতে পুকুর খনন করতে বাধা দেওয়া নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে জুবায়ের আহত হন এবং পরে তার মৃত্যু হয়। ঘটনার পর উত্তেজিত জনতা গাড়িটিতে আগুন দিয়েছে বলে তিনি শুনেছেন। জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দীন জানান, ঘাতক ডাইভারকে আটক করা হয়েছে এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের কাজ চলমান আছে।

বিয়ের এক বছরের মাথায় ভাঙনের মুখে তাহসানের দ্বিতীয় সংসারও
  • ১১ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9