সীমান্তে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

১৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৭ AM
সীমান্ত এলাকা

সীমান্ত এলাকা © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা থেকে মুন্না (১৮) নামের এক বাংলাদেশি যুবককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে তার পরিবার। আটক যুবক মুন্না আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের বাউতলা গ্রামের মো. শাহ আলম মিয়ার ছেলে।

পরিবারের দাবি, বুধবার (১৭ ডিসেম্বর) ভোরের দিকে সীমান্ত এলাকায় গেলে বিএসএফ সদস্যরা মুন্নাকে আটক করে ভারতীয় ভূখণ্ডে নিয়ে যায়। ঘটনার পর থেকে বুধবার বেলা আড়াইটা পর্যন্ত সে বাড়িতে ফিরে আসেনি।

বুধবার দুপুর ২টার দিকে বাউতলা এলাকায় সরেজমিন দেখা যায়, মুন্নার বাবা মো. শাহ আলম মিয়া রাস্তার পাশে দাঁড়িয়ে ছেলের ফেরার অপেক্ষা করছেন। এ সময় তিনি জানান, মুন্না বেকার ছিল। মাঝে মাঝে অটোরিকশা চালালেও আলাদা ঘরে বসবাস করত। সকালে ঘুম থেকে উঠে ছেলেকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করি। পরে সীমান্ত এলাকার এক ভারতীয় বাসিন্দার মাধ্যমে জানতে পারি, বিএসএফ আমার ছেলেকে ধরে নিয়ে গেছে।

শাহ আলম মিয়া আরও বলেন, বিষয়টি আমি আগরতলায় থাকা আত্মীয়দের জানাই। তারা বিএসএফ ক্যাম্পে গিয়ে আমার ছেলেকে দেখতে পেয়েছেন বলে আমাকে জানিয়েছেন। বর্তমানে তারা তাকে ছাড়িয়ে আনার চেষ্টা করছেন।

এ বিষয়ে (নাম প্রকাশে অনিচ্ছুক) আখাউড়া বিজিবি কোম্পানি সদরের এক কোম্পানি কমান্ডার জানান, ঘটনার বিষয়ে অবগত হওয়ার পর তারা বিএসএফ ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করেছেন। তবে বিএসএফ কর্তৃপক্ষ এখন পর্যন্ত মুন্নাকে আটক করার বিষয়টি স্বীকার করেনি। উক্ত ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

গোপালগঞ্জের ৪ রোভারের হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ শুরু
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনে জিতলে কী করবেন, ৯ পয়েন্টে ইশতেহার দিলেন নুর
  • ৩১ জানুয়ারি ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন শেষ ২৮ ফেব্রুয়…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নেত্রকোনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি-শ্রমিক দলের ৬ ন…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বুটেক্স ছাত্রী ছিলেন ঢাকা-১৪ আসনের বিএনপির প্রার্থী সানজিদা…
  • ৩১ জানুয়ারি ২০২৬
পদোন্নতির দাবিতে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের কর্মকর্তাদের মান…
  • ৩১ জানুয়ারি ২০২৬