তিন মাস পর বেনাপোল দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু

১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:২১ AM
ভারত থেকে আমদানি করা পেঁয়াজ

ভারত থেকে আমদানি করা পেঁয়াজ © টিডিসি

 দীর্ঘ তিন মাসের বিরতির পর বেনাপোল স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ভারতের পেট্রাপোল বন্দর থেকে ৯০ মেট্রিক টন পেঁয়াজের একটি চালান বেনাপোল বন্দরে প্রবেশ করে।

মেসার্স এইচ কে এ এন্টারপ্রাইজ, সাতক্ষীরা এবং মেসার্স সাবাহ এন্টারপ্রাইজ, যশোরের মাধ্যমে আমদানি করা এই চালানটি চলতি বছরে বেনাপোল দিয়ে আমদানিকৃত প্রথম ও তুলনামূলকভাবে বড় পরিমাণের ভারতীয় পেঁয়াজের চালান। এর আগে চলতি বছরের সেপ্টেম্বর মাসে মাত্র ৬০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছিল।

ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে দেশের বাজারে ইতোমধ্যেই এর প্রভাব পড়তে শুরু করেছে। বেনাপোলসহ বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা যায়, দেশি মুড়িকাটা পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ১০৫ টাকায়। একইভাবে দেশি শুকনো মানের পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা কমে ১২০ টাকায় নেমে এসেছে।

ব্যবসায়ীরা জানান, মোকামে দাম কমতে শুরু করায় খুচরা বাজারেও পেঁয়াজের দাম ধীরে ধীরে কমছে। আমদানি বাড়লে বাজার আরও স্থিতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন।

এ বিষয়ে বেনাপোল উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা শ্যামল কুমার নাথ বলেন, পেঁয়াজ আমদানির অনুমতি বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে, তবে তা সীমিত পরিসরে। প্রতিদিন ২০০ জন আমদানিকারক আইপি (ইমপোর্ট পারমিট) পাবেন এবং একজন আমদানিকারক ৩০ থেকে ৬০ মেট্রিক টন পর্যন্ত পেঁয়াজ আমদানি করতে পারবেন।

তিনি আরও বলেন, সরকার যদি পেঁয়াজ আমদানির জন্য আইপি উন্মুক্ত করে দেয়, তাহলে দেশের বাজারে পেঁয়াজের দাম আরও কমে আসবে।

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, সোমবার বেনাপোল বন্দর দিয়ে ৯০ মেট্রিক টন পেঁয়াজ দেশে প্রবেশ করেছে। পেট্রাপোল বন্দরে আরও কিছু পেঁয়াজবাহী ট্রাক অপেক্ষমাণ রয়েছে, যেগুলো পর্যায়ক্রমে বাংলাদেশে প্রবেশ করবে। পেঁয়াজের চালান দ্রুত খালাসের জন্য বন্দরে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

গোপালগঞ্জ-২ আসনে জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা
  • ১৬ জানুয়ারি ২০২৬
জামায়াতের আমীরের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির ভা…
  • ১৬ জানুয়ারি ২০২৬
চুয়েটে ভর্তি পরীক্ষা কাল, প্রতি আসনে লড়বেন ১৫ ভর্তিচ্ছু
  • ১৬ জানুয়ারি ২০২৬
দক্ষিণ এশিয়ায় অন্তর্ভুক্তিমূলক, উদ্ভাবনী ও বৈশ্বিকভাবে গ্রহ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
রাবি ভর্তি পরীক্ষায় ‘ডিপসিক’ এআই দিয়ে জালিয়াতি, আটক ১
  • ১৬ জানুয়ারি ২০২৬
রিলেশনশিপ অফিসার নেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আবেদন শেষ ২…
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9