পটুয়াখালীতে ট্রলি-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

১০ ডিসেম্বর ২০২৫, ১০:২৯ PM
নিহত সিয়াম

নিহত সিয়াম © টিডিসি

পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ট্রলি ভ্যান ও যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিয়াম (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে আমির হোসেনের রাস্তার মাথা এলাকার গ্রামীণ ব্যাংকসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত সিয়াম বাউফল উপজেলার বাবনীকাঠী এলাকার দেওয়ান বাড়ির বাসিন্দা।

‎প্রত্যক্ষদর্শী আমতলী উপজেলার আঠারো গাছিয়া ইউনিয়নের আবদুর রশিদ মৃধার ছেলে বলেন, ‘মবিল নিতে দুমকি আসছিলাম। দেখি অটো গাড়িটা পানিতে উল্টে আছে। লোকজন ধরে ধরে যাত্রীদের তুলছিল। ড্রাইভারকে জিজ্ঞেস করা হয়, আর কেউ আছে কি না। ড্রাইভার জানায়, আর কেউ নাই। পরে পানি পরিষ্কার হলে এক নারী একজনের প্যান্ট দেখে চিৎকার দেন। আমি এলাকার না হওয়ায় ড্রাইভারকে চিনতে পারিনি।’

‎ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘একটি যাত্রীবাহী অটোর সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই টমটমের মুখোমুখি সংঘর্ষে অটোটি রাস্তা থেকে ছিটকে পাশের পুকুরে পড়ে যায়। এতে কয়েকজন যাত্রী আহত হন। গুরুতর আহত সিয়ামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উপদেষ্টা মাহফুজের ভাই মাহবুবের সম্পদ ১ কোটিরও বেশি
  • ০২ জানুয়ারি ২০২৬
বাকৃবির শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ
  • ০২ জানুয়ারি ২০২৬
মেসির সামনে নতুন রেকর্ডের হাতছানি
  • ০২ জানুয়ারি ২০২৬
আসল পুলসিরাত শুরু হবে ইলেকশনের পর, সেটা হবে দীর্ঘ: ফারুকী
  • ০২ জানুয়ারি ২০২৬
ফেনী-১ আসনে খালেদা জিয়ার ‘বিকল্প’ প্রার্থী রফিকুল আলম মজনু
  • ০১ জানুয়ারি ২০২৬
নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান করে নির্বাচন পরিচালনায় বিএনপির…
  • ০১ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!