খালেদা জিয়ার জন্য গণদোয়া

‘আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে মুখর গাজীপুরের মাঠ

০৩ ডিসেম্বর ২০২৫, ০৮:০০ PM
খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভাওয়াল রাজবাড়ি মাঠে অনুষ্ঠিত হয় গণদোয়া মাহফিল

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভাওয়াল রাজবাড়ি মাঠে অনুষ্ঠিত হয় গণদোয়া মাহফিল © টিডিসি

গাজীপুরে বিএনপির আয়োজনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় অনুষ্ঠিত হয়েছে গণদোয়া মাহফিল। আজ বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে ভাওয়াল রাজবাড়ি মাঠে অনুষ্ঠিত এ মাহফিলকে কেন্দ্র করে দুপুর থেকেই মানুষের ঢল নামতে থাকে। অনুষ্ঠান যত এগোয়, ভিড় তত বাড়তে থাকে। মুহূর্তেই মাঠ পরিণত হয় জনসমুদ্রে। হাজারো মানুষের কণ্ঠে উচ্চারিত ‘আল্লাহুম্মা আমিন’ ধ্বনি পুরো এলাকা মুখর হয়ে ওঠে।

গণদোয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনি, মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, সাবেক সংসদ সদস্য হাসান উদ্দিন সরকার এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের গাজীপুর-২ আসনের মনোনীত প্রার্থী মুহাম্মদ হোসেন আলী। বক্তারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে রাষ্ট্রগঠন, গণতন্ত্র পুনরুদ্ধার—সব ক্ষেত্রেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার অবদান অনন্য। ২০২৬ সাল পর্যন্ত বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়ে বেগম জিয়া গণমানুষের আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছেন।
 
বক্তারা আরও জানান, দেশ-বিদেশে দল-মত নির্বিশেষে সব শ্রেণির মানুষ বেগম জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া করছেন। মানবাধিকার কর্মী, প্রবাসী বাংলাদেশি, এমনকি বিদেশের রাষ্ট্রপ্রধানরাও তার সুস্থতার জন্য শুভেচ্ছা জানিয়েছেন। তাদের ভাষায়, বেগম জিয়া একজন দেশপ্রেমিক ও জনগণের প্রিয় নেত্রী, যার সুস্থতার জন্য মানুষ নফল রোজা রাখছেন, নামাজ আদায় করছেন, পাশাপাশি মসজিদ, মন্দির, গির্জাসহ বিভিন্ন উপাসনালয়ে চলছে বিশেষ প্রার্থনা।
 
নিজ বক্তব্যে এম মনজুরুল করিম রনি বেগম জিয়ার ওপর স্বৈরশাসনের সময় চালানো নির্যাতন প্রসঙ্গে বলেন, ‘তাকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে, গ্যাস-বিদ্যুৎ-পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, মিথ্যা মামলায় কারারুদ্ধ করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। তবুও তিনি বলেছিলেন— ‘এই দেশ, এই মাটিই আমার সব। আমি জন্মভূমি কখনো ছেড়ে যাব না।’

রনি বলেন, জনগণের ভালোবাসাই তাকে শক্তি দিয়েছে, আর সেই ভালোবাসার বহিঃপ্রকাশই আজ হাজারো মানুষের দোয়ায় প্রতিফলিত হয়েছে।
 
গণদোয়া পরিচালনা করেন গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি কামরুজ্জামান নোমানী। তার পরিচালনায় দেশ, জাতি এবং অসুস্থ বেগম খালেদা জিয়ার জন্য দীর্ঘ দোয়ায় অংশ নেন হাজারো মানুষ।
 
মাহফিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম, অ্যাডভোকেট শহীদুজ্জামান, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, মাহাবুব আলম শুক্কুর, আহমদ আলী রুশদি, হাসান আজমল ভূইয়া, প্রভাষক বশির উদ্দিন, রাশেদুল ইসলাম কিরণ, গাজী সালাহউদ্দিন, আব্দুর রহিম খান কালা, ভিপি আসাদুজ্জামান নূর, সাইফুল ইসলাম টুটুল, হাসিবুর রহমান মুন্না, মনিরুজ্জামান মনির, অ্যাডভোকেট নাসির উদ্দিন, রোহানুজ্জামান শুক্কুর, মাহমুদুল হাসান মিরন, আরিফুল হক সুবেল প্রধান, আবু বক্কর সিদ্দিক, সিরাজুল ইসলাম সাথী, খাদিজা আক্তার বীনাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী।
 
স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নারীরা, শিক্ষার্থী, যুবক ও সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে দোয়ায় অংশ নেন। দোয়ার শেষ মুহূর্তে চারদিকে প্রতিধ্বনিত ‘আমিন’ ধ্বনি ও আবেগঘন পরিবেশে অনেকেই চোখ মুছতে দেখা যায়। গণদোয়া শেষে নেতাকর্মীরা বেগম জিয়ার সুস্থতা, দেশের শান্তি ও জনগণের কল্যাণ কামনা করেন।

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম হলেন ঢাবি শিক্ষার্থী রাসেল
  • ১৮ জানুয়ারি ২০২৬
মাহফুজ আলমের ভাইকে রামগঞ্জে এনসিপির প্রার্থী করায় জামায়াত ক…
  • ১৮ জানুয়ারি ২০২৬
যশোরে প্রেমের ফাঁদে ফেলে কিশোরী অপহরণ, আটক ৩
  • ১৮ জানুয়ারি ২০২৬
ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ভারতের কাছে হারল বাংলাদেশ
  • ১৭ জানুয়ারি ২০২৬
রংপুরে গণপিটুনিতে নিহত ২, এবি পার্টির উপজেলা নেতা গ্রেপ্তার
  • ১৭ জানুয়ারি ২০২৬
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চাকরি, পদ ১৯, আবেদন শেষ ২ ফেব্রু…
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9