অনুমতি ছাড়া টিলা কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

টিলা কাটার দায়ে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত
টিলা কাটার দায়ে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত  © সংগৃহীত

‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অনুমতি ছাড়া টিলা কেটে মাটি সরানোর দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার পানিউমদা ইউনিয়নের ফুলতলি বাজার সংলগ্ন কুড়াউড়া গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম।

‎উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ওই গ্রামের বাসিন্দা উসমত উল্লা ছেলে ফুলর মিয়া কোনো প্রকার সরকারি অনুমতি ছাড়াই ব্যক্তি মালিকানাধীন টিলাবাড়ি থেকে মাটি কাটছিলেন। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ধারায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

‎উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম জানান,পরিবেশ ও ভূমির ভারসাম্য রক্ষায় অনুমতি ছাড়া টিলা কাটা, মাটি উত্তোলন ও পরিবহন রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ সংবাদ