জেলা ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

ছাত্রলীগের জেলা শাখার সহ-সভাপতি রাজু রানা
ছাত্রলীগের জেলা শাখার সহ-সভাপতি রাজু রানা  © সংগৃহীত

যশোরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা শাখার সহ-সভাপতি রাজু রানাকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। শহরের মুড়লি মোড় এলাকা থেকে সোমবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তাকে আটক করা হয়।

বিষয়টি কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজু রানার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তারই পরিপ্রেক্ষিতেই তাকে আটক করা হয়েছে।

আরও পড়ুন: বিএনপির গুলশান অফিসের কাছে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

উল্লেখ্য, এর আগেও রাজু রানার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। তার ফেনসিডিল খাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে সমালোচনার ঝড় উঠে।


সর্বশেষ সংবাদ