পুবাইলে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
- গাজীপুর প্রতিনিধি
- প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ০৯:৩১ PM
গাজীপুর মহানগরীর পুবাইল আক্কাস মার্কেট এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-জয়দেবপুর রেললাইনের ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের দেওয়া খবর পেয়ে পূবাইল রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ওই যুবক আক্কাস মার্কেট এলাকার রেললাইনে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তার দেহ বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঢাকা জোনের রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন বলেন, নিহতের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।