টুঙ্গিপাড়ায় জাতীয় সমবায় দিবস পালিত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালন   © সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫।

শনিবার (১লা নভেম্বর) সকালে টুঙ্গিপাড়ায় প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি, পতাকা উত্তোলন এবং নানা আয়োজনে দিবসটি উদযাপিত হয়। র‍্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আরও পড়ুন : ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি, এ সভা কী, কেন ডাকা হয়?

পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ জাকারিয়া এর সভাপতিত্ব করেন। সহকারী পরিদর্শক বাসুদেব ব্যানার্জির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার।

সভায় আরও উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলার সমবায় বিভাগের কর্মকর্তা, বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি ও মাঠকর্মীরা।। আলোচনা শেষে বিভিন্ন সমবায় সমিতির সাত জন উপকারভোগীর মধ্যে ঋণ চেক বিতরণ করা হয়।

বক্তারা বলেন, দেশের দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নে সমবায় আন্দোলনের ভূমিকা অপরিসীম। সমবায়ের মাধ্যমে যেমন ব্যক্তি স্বাবলম্বী হয়, তেমনি পরিবার, সমাজ ও রাষ্ট্রও আত্মনির্ভরশীল হয়ে ওঠে। তারা আরও বলেন, ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ—তাই দেশকে একটি সুখী ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সমবায়ীদের আরও এগিয়ে আসতে হবে।


সর্বশেষ সংবাদ