কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ১০ বোনের একমাত্র ভাইয়ের
- আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
- প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ০৪:৫৩ PM
চট্টগ্রামের বাঁশখালীতে বেপরোয়া কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেছে ১০বোনের একমাত্র ভাই মোহাম্মদ ফাহিম (৫) নামের এক শিশুর। খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাভার্ড ভ্যানটি জব্দ করে।
শুক্রবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ফুটখালী ব্রিজের উত্তর পাশে নতুন পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাহিম পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব পুঁইছড়ির ৪ নম্বর ওয়ার্ড ফরেস্ট টিলা এলাকার মো. আবদুর রহিমের ছেলে।
স্থানীয়রা জানান, ১০ বোনের একমাত্র ভাই ছিল ফাহিম। পরিবারের স্বপ্ন আর আদরের প্রতীক সেই ফাহিম এক মুহূর্তেই হারিয়ে গেল অপ্রতিরোধ্য গাড়ির চাকায়। সকালে রাস্তায় পার হওয়ার সময় পেকুয়া অভিমুখী একটি কাভার্ড ভ্যান ফাহিমকে চাপা দেয়। মুহূর্তের মধ্যেই ভ্যানটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাভার্ড ভ্যানটি জব্দ করে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি জব্দ করেছে। শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।