বাস চাপায় শিক্ষক নিহত, সড়ক অবরোধ শিক্ষার্থীদের

০৮ অক্টোবর ২০২৫, ১২:৩৬ PM
শিক্ষক নিহতের ঘটনায় সড়ক অবরোধ শিক্ষার্থীদের

শিক্ষক নিহতের ঘটনায় সড়ক অবরোধ শিক্ষার্থীদের © সংগৃহীত

বাগেরহাটের সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় আছাদুর রহমান নামের এক শিক্ষক নিহত হয়েছেন। বুধবার (৮ অক্টোবর) সকালে কচুয়া উপজেলার মোল্লাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, মোরেলগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি বাস মোটরসাইকেল আরোহী শিক্ষক আছাদুর রহমানকে চাপা দেয়। এতে শিক্ষক গুরুতর আহত হন এবং বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থল ত্যাগ করে বাসের চালক ও হেলপার পালিয়ে যান। আহত শিক্ষককে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আছাদুর রহমান দৈবজ্ঞহাটি বিশেশ্বর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী শিক্ষক ছিলেন। তিনি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার সাতবসু গ্রামের বাসিন্দা এবং কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকায় পরিবারসহ ভাড়া থাকতেন। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

নিহতের সহকর্মী এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিজুস কুমার সাহা জানান, ‘আছাদুর রহমান প্রতিদিনের মতো মোটরসাইকেল চালিয়ে বিদ্যালয়ে আসছিলেন। বাসের চাপায় গুরুতর আহত হলে বিদ্যালয় পক্ষ থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

শিক্ষকের মৃত্যুর খবর পেয়ে স্থানীয় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বাসটি ভাঙচুর করেন। স্থানীয়দের মধ্যস্থতায় ঘণ্টা দুয়েকের পর বেলা ১১টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ খান জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। কাটাখালি হাইওয়ে থানার র‌্যাকারকে খবর দেওয়া হয়েছে। র‌্যাকার আসলে খাদ থেকে বাস তুলে থানায় নেওয়া হবে। ঘটনাস্থলের পর বাস চালক ও সহযোগী পালিয়ে যাওয়ায় এখনও কাউকে আটক করা যায়নি।

এসএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন শেষ ২০ জানুয়ারি
  • ১৭ জানুয়ারি ২০২৬
নেত্রকোনা-৪ আসনে প্রার্থিতা প্রত্যাহার করলেন বাবরের স্ত্রী
  • ১৭ জানুয়ারি ২০২৬
এআইইউবি পরিদর্শন করেছে যুক্তরাজ্যের বার্মিংহাম সিটি ইউনিভার…
  • ১৭ জানুয়ারি ২০২৬
‘পাহাড়ের খেলোয়াড়দের সঠিক নার্সিং হলে জাতীয়-আন্তর্জাতিক পর্য…
  • ১৭ জানুয়ারি ২০২৬
ঢাকার বিদায়ে নিশ্চিত হলো প্লে-অফের ৪ দল
  • ১৭ জানুয়ারি ২০২৬
‘খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে বিজ্ঞান, স্বাস্থ্য ও প্রযুক্তি…
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9