ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতা কার্যক্রম
- চাঁদপুর প্রতিনিধি
- প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ১০:২৯ PM
জাতীয় মাছ ইলিশ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চাঁদপুরে বিশেষ কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত শহরের নদী তীরবর্তী এলাকায় স্থানীয় জেলে, মৎস্য ব্যবসায়ী ও সাধারণ জনগণের মধ্যে লিফলেট বিতরণ, মাইকিংসহ নানা প্রচারণা চালানো হয়।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, দেশের সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের পাশাপাশি নদী তীরবর্তী এলাকার নিরাপত্তা এবং মৎস্য সম্পদ সংরক্ষণে প্রতিষ্ঠালগ্ন থেকেই কোস্ট গার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
তিনি বলেন, জাটকা নিধন প্রতিরোধ, মা ইলিশ সংরক্ষণ ও নিষিদ্ধ সময়ে মাছ ধরা বন্ধে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান পরিচালনার ফলে বর্তমানে মেঘনা নদীতে ইলিশের প্রাচুর্য দেখা দিয়েছে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, মা ইলিশের প্রজনন মৌসুমে ৪ অক্টোবর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত টানা ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এ সময়ে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
চাঁদপুর কোস্ট গার্ড স্টেশনের উদ্যোগে আয়োজিত এ সচেতনতামূলক সভায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা মৎস্য কর্মকর্তা, সহকারী কমিশনারসহ (ভূমি) প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা মা ইলিশ সংরক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং জেলেদের আইন মেনে চলার আহ্বান জানান।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।