একটি ইলিশের দামই সাড়ে ৬ হাজার টাকা!

বড় আকৃতির ইলিশটি
বড় আকৃতির ইলিশটি  © ফাইল ফটো

স্বাদ, গন্ধ আর ঐতিহ্যে ইলিশ যেন বাঙালির রসনায় এক অনন্য নাম। উৎসব হোক বা অতিথি আপ্যায়ন—ইলিশ ছাড়া যেন জমেই না। তবে ইলিশ এখন আর শুধু স্বাদের গল্প নয়, বাজারে এর দাম শুনেই কাঁপে মধ্যবিত্তের হৃদয়। এই ব্যতিক্রমী পরিস্থিতির মধ্যে পটুয়াখালিতে সম্প্রতি বিক্রি হয়েছে এক বিশাল আকৃতির ইলিশ, ওজন ২ কেজি ১০০ গ্রাম, আর দাম শুনলে চোখ কপালে উঠবে ৬ হাজার ৫৬২ টাকা! মাছটি শুধু দামেই নয়, আকৃতিতেও হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দু।

পটুয়াখালীর কলাপাড়ায় ১ লাখ ২৫ হাজার টাকা মণ দরে ২ কেজি ১০০ গ্রাম ওজনের একটি ইলিশ ৬ হাজার ৫৬২ টাকায় বিক্রি হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার আশাখালী মৎস্য বন্দরের মেসার্স হামিম ফিসে নিলামে উঠালে মাছটি ক্রয় করে বন্ধন ফিস-২। এর আগে গতকাল (১৯ সেপ্টেম্বর) বিকেলে আশাখালী সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে গিয়াসউদ্দিনের জালে ধরা পড়ে মাছটি।

জেলে গিয়াসউদ্দিন বলেন, ‘প্রতিদিনের মতো সাগরে পেতে রাখা জাল তুলতেই বড় সাইজের এই ইলিশটি উঠে আসে। বাজারে এনে ভালো দামে বিক্রি করতে পেরে আনন্দ লাগছে।’ ক্রেতা ইলিয়াস হোসেন বলেন, ‘২-২.৫ কেজির ইলিশ সচারাচর দেখা মেলে না। মাছটি বেশি দামে বিক্রির জন্য আমি ঢাকায় পাঠানো হবে।’

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘গভীর সমুদ্রের জেলেদের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন বড় ইলিশ পাচ্ছে। এটি জেলেদের জন্য আশাব্যঞ্জক।’

 

 


সর্বশেষ সংবাদ