পুকুরে ডুবে প্রাণ গেল মাদ্রাসাছাত্রের
- আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
- প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ০৯:৩৭ PM
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পানিতে ডুবে মো. ইয়াসিন (৮) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের তেকোটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন ওই গ্রামের মো. জসিমের একমাত্র ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশে খেলার একপর্যায়ে ইয়াসিন অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় ধরে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা পুকুর থেকে তাকে উদ্ধার করে দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে ততক্ষণে সব শেষ হয়ে যায়।
এ বিষয়ে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পানিতে ডুবে আসা অবস্থায় তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল।
একমাত্র ছেলেকে হারিয়ে পাগলপ্রায় বাবা-মা বারবার মূর্ছা যাচ্ছেন। পরিবারের কান্নায় গোটা গ্রাম ভারী হয়ে উঠেছে।