টঙ্গীতে তীব্র গ্যাস সংকট, অবৈধ সংযোগে চরম দুর্ভোগ

টঙ্গীতে সিএনজি পাম্প
টঙ্গীতে সিএনজি পাম্প  © টিডিসি ফটো

গাজীপুরের টঙ্গীতে গ্যাস সংকট এখন ভয়াবহ রূপ নিয়েছে। শহরজুড়ে গ্যাসের স্বাভাবিক সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। এর প্রধান কারণ হিসেবে উঠে এসেছে সিএনজি পাম্পে অবৈধ সংযোগের মাধ্যমে গ্যাস সরবরাহ ও মজুতের অভিযোগ। এতে একদিকে যেমন নাগরিক জীবন দুর্বিষহ হয়ে উঠেছে, অন্যদিকে শিল্পখাতও পড়েছে চরম বিপর্যয়ের মুখে।

সরেজমিনে দেখা গেছে, টঙ্গীর এরশাদনগর এলাকার আলম এশিয়া, আফতাব ও মার্কো সিএনজি পাম্পসহ একাধিক স্থানে পাইপলাইন থেকে সরাসরি গ্যাস সংযোগ নিয়ে চালানো হচ্ছে অবৈধ ব্যবসা। এসব পাম্পের ভেতরে গোপনে রাখা হচ্ছে ৫০ থেকে ৭০টি করে গ্যাস সিলিন্ডার, যেগুলোর প্রতিটিতে লক্ষাধিক টাকার গ্যাস ভরা হয় বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করে বলেন, যে কোনো সময় এসব সিলিন্ডার বিস্ফোরণে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। যার ভয়াবহতা ছড়িয়ে পড়তে পারে আশপাশের আবাসিক এলাকাগুলোতেও।

এ বিষয়ে আলম এশিয়া সিএনজি পাম্পের ম্যানেজার নূরুর সঙ্গে কথা বলতে গেলে তিনি সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেন এবং হুমকির স্বরে বলেন, ‘আমরা গ্যাস নিয়ে ব্যবসা করছি, আপনি পারলে কিছু করুন।’ 

আরও পড়ুন: বেগুন, বালতি, লাউ, চিংড়িসহ ৫০ প্রতীক দিল ইসি, এনসিপি কি নেবে?

গ্যাস সংকটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন টঙ্গীর সাধারণ মানুষ। সকালবেলায় গ্যাসের চাপ না থাকায় রান্না করতে পারছেন না অনেকেই। স্থানীয় বাসিন্দা রুনা বেগম বলেন, ‘সকালবেলা ছেলেমেয়েদের নাস্তা বানাতে পারি না। অনেক সময় না খেয়েই স্কুলে পাঠাতে হয়।’ শুধু রান্না নয়, দৈনন্দিন কাজেও ব্যাঘাত ঘটছে। এমন পরিস্থিতিতে নাগরিক জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ বলে জানান তিনি।

টঙ্গীর বিসিক শিল্পাঞ্চলসহ আশপাশের কারখানাগুলোতেও গ্যাস সংকটের প্রভাব পড়েছে মারাত্মকভাবে। গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে, কাঁচামাল নষ্ট হচ্ছে এবং বিদেশি ক্রেতাদের অর্ডার সময়মতো পাঠানো যাচ্ছে না।

হামিম গ্রুপের ম্যানেজার মো. কায়েস জানান, ‘গ্যাসের প্রেসার না থাকার কারণে আমাদের উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে। অনেক শিপমেন্ট ফিরিয়ে দিতে হচ্ছে, এতে কাঁচামাল নষ্ট হচ্ছে এবং অর্থনৈতিক ক্ষতি হচ্ছে।’

উদ্যোক্তারা জানান, যেখানে গ্যাসের স্বাভাবিক চাপ ১৫ পিএসআই থাকার কথা, সেখানে বর্তমানে তা ১২ থেকে শূন্যের কোঠায় চলে এসেছে।

এ বিষয়ে তিতাস গ্যাসের টঙ্গী অঞ্চলের ম্যানেজার মেজবাহ উদ্দিন বলেন, ‘আমরা নিয়মিত অভিযান চালাই। তবে একটি চক্র বারবার এসব সংযোগ পুনরায় স্থাপন করে। তিতাসের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’


সর্বশেষ সংবাদ