এই ইলিশটি ৮ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে © টিডিসি
পটুয়াখালীর কুয়াকাটায় ২ কেজি ২০০ গ্রাম ওজনের একটি ইলিশ ৮ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে। বুধবার (১ অক্টোবর) সকালে আলিপুর মৎস্য বন্দরে ৪ হাজার টাকা কেজি দরে মাছটি বিক্রি হয়।
জানা গেছে, মাছটি পি এম মুসা নামের এক মাছ ব্যবসায়ী কিনে নিয়েছেন। এর আগে গত ২৬ সেপ্টেম্বর বঙ্গোপসাগরে জেলে আব্দুস সোবাহান মাঝির জালে ধরা পড়ে ইলিশটি।
জেলে আব্দুস সোবাহান বলেন, ‘সাগরে বড় ইলিশের সংখ্যা খুবই কম। তবে সাইজে বড় হওয়ায় এ ইলিশটি ভালো দামে বিক্রি হয়েছে। অবরোধের আগে এমন মাছ পেয়ে আমি খুশি।’
মাছ ব্যবসায়ী পি এম মুসা জানান, দীর্ঘদিন ধরেই তিনি মাছের ব্যবসা করছেন। পুরো বাজার ঘুরে বড় সাইজের মাত্র এই একটি ইলিশই পেয়েছেন। মাছটি ঠাকুরগাঁও পাঠিয়ে আরও ভালো দামে বিক্রি করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, জেলেদের জালে এখন প্রায়ই বড় সাইজের ইলিশ ধরা পড়ছে। শুধু গভীর সমুদ্র নয়, উপকূলের জেলেরাও বর্তমানে বড় ইলিশ পাচ্ছেন। ইলিশের উৎপাদন ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে।