পদ্মা-মেঘনায় ২২ দিন ইলিশ ধরতে পারবেন না জেলেরা

জাতীয় মাছ ইলিশ
জাতীয় মাছ ইলিশ  © টিডিসি

জাতীয় মাছ ইলিশের সুষ্ঠু প্রজনন নিশ্চিতে আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এ সময় মা ইলিশ ডিম ছাড়ে এবং নদ-নদী ও সাগরে প্রজনন সবচেয়ে বেশি হয়।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান কবির জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে আইন বাস্তবায়নে জেলা প্রশাসনের উদ্যোগে টাস্কফোর্স কাজ করবে। এ সংক্রান্ত মিটিংয়ে সকল কিছু আলোচান করা হবে। 

এদিকে চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে সরজমিনে দেখা গেছে, নিষেধাজ্ঞার আগে ইলিশের আমদানি বেড়েছে। বাজারে ছোট সাইজের ইলিশ বেশি আসছে, তবে বড় ইলিশের দাম স্থিতিশীল রয়েছে। জেলেরা জানান, প্রজনন মৌসুমে নদীতে মাছ বাড়বে—এই আশায় তারা নিষেধাজ্ঞার আগে শিকারে ব্যস্ত সময় পার করছেন।

অপরদিকে ক্রেতারা বলছেন, সামনে ২২ দিনের নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে ইলিশের দাম বেড়েছে। তারপরেও ক্রেতা তার সাধ্যের মধ্যে ইলিশ নিতে পারলে স্বস্তি মিলবে বলে জানান তারা। 


সর্বশেষ সংবাদ