জুলাই আন্দোলনে শিক্ষার্থীরাই পরিবর্তনের বার্তা দিয়েছে: এ্যানি
- লক্ষ্মীপুর প্রতিনিধি
- প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৮ PM
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দেশের রাজনীতিতে যে গুণগত পরিবর্তন প্রয়োজন, তা শিক্ষার্থীরাই দেখিয়ে দিয়েছে জুলাই আন্দোলনের মাধ্যমে। আগামী প্রজন্মই হবে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক নেতৃত্ব।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর টাউনহল অডিটরিয়ামে জেলার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত পাঁচ শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে আলফা স্টার ফাউন্ডেশন ও লক্ষ্মীপুর সোসাইটি।
শহীদ উদ্দীন চৌধুরী বলেন, চব্বিশের সালের জুলাই আন্দোলনে শিক্ষার্থীরা যেভাবে সাহস, সংগঠন শক্তি এবং জনসম্পৃক্ততা দেখিয়েছে, তাতে রাজনীতিবিদদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে যে পরিবর্তন আসবেই এবং সেই পরিবর্তনের সূচনা হয়েছে শিক্ষার্থীদের হাত ধরে।
তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট শাসনামলে দেশের শিক্ষার্থীরা প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত হয়েছিল। পরীক্ষায় এ প্লাস পাওয়ার প্রতিযোগিতা, ফলাফল বিকৃতির সংস্কৃতি এবং শিক্ষক-প্রশাসনকে চাপের মুখে অনৈতিক কাজে জড়ানোর প্রবণতা শিক্ষাব্যবস্থাকে কলুষিত করেছিল। তিনি অভিযোগ করেন, ওই সময়ে শিক্ষার্থীদের পড়াশোনার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হতো কীভাবে পাশের সংখ্যা বাড়ানো যায়, কীভাবে এ প্লাসের হার বাড়ানো যায়, সেদিকে।
বিএনপির এই নেতা স্মৃতিচারণ করে বলেন, ‘আমরা যখন ছাত্র ছিলাম এবং বিএনপি যখন ধারাবাহিকভাবে ক্ষমতায় ছিল, তখন নকলমুক্ত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করার জন্য আন্দোলন করেছি, পাহারা দিয়েছি। শিক্ষার্থীদের প্রকৃত জ্ঞান অর্জনের পরিবেশ তৈরিই ছিল তখনকার মূল লক্ষ্য।’
এ্যানি মনে করেন, দেশের মানুষ এখন রাজনীতিবিদদের কাছ থেকে শুধু স্লোগান বা আশ্বাস নয়, বরং গুণগত পরিবর্তন প্রত্যাশা করে। সমাজে শিক্ষার্থীরা ইতিমধ্যে যে সাহস ও আত্মবিশ্বাস দেখিয়েছে, তা প্রমাণ করে যে তারা ভবিষ্যতে সমাজ ও রাজনীতির চালিকাশক্তি হয়ে উঠতে পারে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যদি প্রস্তুতি নেয়, তবে তারা শুধু নিজেদের ভাগ্য নয়, গোটা সমাজকে পাল্টে দিতে সক্ষম। দেশের মানুষও এ পরিবর্তনের অপেক্ষায় আছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। বিশেষ অতিথি ছিলেন প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক কামরুননেছা খন্দকার, ঢাকা মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের অধ্যক্ষ ড. এইচএম ওয়ালি উল্যাহ, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মনজুরুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী এবং আলফা স্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান কামরুল হাসান। পরে অতিথিরা জেলার বিভিন্ন স্কুল থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া পাঁচ শতাধিক শিক্ষার্থীর হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন।