নেত্রকোনায় মাদক ও বাল্যবিবাহকে লাল কার্ড প্রদর্শন শিক্ষার্থীদের

১১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৩ PM
মাদক ও বাল্যবিবাহকে লাল কার্ড প্রদর্শন করেছে শিক্ষার্থীরা

মাদক ও বাল্যবিবাহকে লাল কার্ড প্রদর্শন করেছে শিক্ষার্থীরা © টিডিসি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মাদক ও বাল্যবিবাহকে লাল কার্ড প্রদর্শন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের দুর্গাপুর দ্বীনি আলিম মাদ্রাসায় এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সৈকত সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রাফিউল ইসলাম তালুকদার, মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারী, মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহমান, সুসং সরকারি মহাবিদ্যালয়ের প্রভাষক এ কে এম ওবায়দুল্লাহ, একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন ও স্বাস্থ্য পরিদর্শক সুব্রত চক্রবর্তীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সৈকত সরকার বলেন, ‘মাদক ও বাল্যবিবাহ একটি জাতিকে রুগ্ন ও মেধাশূন্য করে দেয়। শুধু আইন নয়, সামাজিক সচেতনতাই পারে এ ব্যাধি থেকে যুব সমাজকে বাঁচাতে। তাই আমরা উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীদের সচেচতনতা বৃদ্ধির লক্ষে সেমিনারের আয়োজন করেছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।’

সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, দুর্গাপুর উপজেলাটি সীমান্তবর্তী হওয়ায় অনেকে সহজেই দুষ্টচক্রের সান্নিধ্যে পড়ে মাদকাসক্ত হয়ে যায়। একবার এতে জড়ালে আর বের হওয়া কঠিন হয়ে পড়ে। তখন মাদক সেবনের পাশাপাশি নানা অপকর্মেও জড়িয়ে পড়তে হয়। তাই পরিবার ও সমাজের সবাইকে সচেতন হতে হবে। শিক্ষার্থীরা যেন মাদক থেকে দূরে থাকে এবং অভিভাবকরা যেন অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ে না দেন এ বিষয়ে সবার সতর্ক থাকা জরুরি।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে শপথ নেন এবং লাল কার্ড প্রদর্শন করেন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদক ও বাল্যবিবাহ নিয়ে এক শিক্ষামূলক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নেত্রকোনা-৪ আসনে প্রার্থিতা প্রত্যাহার করলেন বাবরের স্ত্রী
  • ১৭ জানুয়ারি ২০২৬
এআইইউবি পরিদর্শন করেছে যুক্তরাজ্যের বার্মিংহাম সিটি ইউনিভার…
  • ১৭ জানুয়ারি ২০২৬
‘পাহাড়ের খেলোয়াড়দের সঠিক নার্সিং হলে জাতীয়-আন্তর্জাতিক পর্য…
  • ১৭ জানুয়ারি ২০২৬
ঢাকার বিদায়ে নিশ্চিত হলো প্লে-অফের ৪ দল
  • ১৭ জানুয়ারি ২০২৬
‘খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে বিজ্ঞান, স্বাস্থ্য ও প্রযুক্তি…
  • ১৭ জানুয়ারি ২০২৬
চৌধুরী জায়দান শারাফাত–মুয়ীদ ডাবলস বিজয়ী, গাজী রাকিব সিঙ্…
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9