ডাকসু নির্বাচন

শাহবাগ-নীলক্ষেতসহ ক্যাম্পাসের চারপাশে ভিড় বাড়ছে

শাহবাগ এলাকায় অস্বাভাবিক উপস্থিতি
শাহবাগ এলাকায় অস্বাভাবিক উপস্থিতি  © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের মধ্যেই বিশ্ববিদ্যালয় এলাকার চারপাশে অস্বাভাবিক জনসমাগম লক্ষ্য করা গেছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন মুক্তি ও গণতন্ত্র তোরণ, নীলক্ষেত, চানখারপুল এবং শাহবাগ এলাকায় সকাল থেকে অসংখ্য লোককে অবস্থান নিতে দেখা যায়। তারা কোনো একটি সংগঠিত পক্ষের হয়ে কাজ করছেন বলে অভিযোগ উঠেছে।

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন মুক্তি ও গণতন্ত্র তোরণ আবাসিক এলাকায় বিপুল সংখ্যক লোকজন অবস্থান করতে দেখা গেছে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেখান থেকে সরে তাদের যেতে নির্দেশ দেয়। পুলিশের হস্তক্ষেপে তারা স্থানত্যাগ করলেও কিছুক্ষণ পর তাদের আবার নীলক্ষেত মোড় ও আশপাশের এলাকায় বিচ্ছিন্নভাবে অবস্থান করতে দেখা যায়।

একই ধরনের চিত্র দেখা গেছে ঢাবির পাশের চানখারপুল এলাকাতেও। সকালের পর থেকে সেখানেও লোকজনের ভিড় বাড়তে শুরু করে। প্রতিনিধি কয়েকজনের পরিচয় জানতে চাইলে, তারা পরিচায় গোপন রাখার চেষ্টা করে এবং সাংবাদিক পরিচয় শুনেই সটকে পরে। স্থানীয়রা জানিয়েছেন, এরকম অস্বাভাবিক ভিড় আগে তারা দেখেননি। ডাকসু উপলক্ষ্যে এমন ভিড় হতে পারে বলে তাদের ধারণা।

এছাড়া শাহবাগ এলাকায় অস্বাভাবিক উপস্থিতি লক্ষ্য করা গেছে। ঢাকা মেডিকেল, শাহবাগ মোড়, আর্ট কলেজ, জাতীয় জাদুঘরের আশপাশে কিছু দলকে ঘোরাফেরা করতে দেখা যায়। অনেকে আবার রাস্তার পাশে দাঁড়িয়ে, কাউকে একই জায়গায় বারবার পায়চারি করতে দেখা গেছে। 

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ক্যাম্পাসে এমন ধরনের সমাগম সাধারণত নির্বাচনী সময় বা বড় কোনো আন্দোলনের প্রাক্কালে দেখা যায়। যদিও এখনো স্পষ্টভাবে কিছু জানা না গেলেও, পরিস্থিতি গভীর পর্যবেক্ষণে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

সার্বিক পরিস্থিতির ব্যাপারে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের ডিসি মাসুদ আলম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা অবস্থান করা লোকদের সড়িয়ে দিয়েছি। পরিস্থিতি সব কিছু আমাদের কন্ট্রোলে রয়েছে। বেশিরভাগ উৎসুক জনতা। তারা নিরাপদ দূরত্বেই রয়েছেন।’


সর্বশেষ সংবাদ