কারাগারে স্ত্রী-আড়াই বছরের সন্তান, অপমানে স্কুল দপ্তরির আত্মহত্যা
- আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
- প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ০১:২২ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০৯:২২ PM
চট্টগ্রামের পটিয়ায় স্ত্রী ও আড়াই বছরের সন্তান কারাগারে যাওয়ার অপমান সইতে না পেরে আত্মহত্যা করেছেন এক স্কুল দপ্তরি। শুক্রবার (২৯ আগস্ট) রাত ১২টার দিকে হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৬নং ওয়ার্ডে নিজ ঘরে গলায় ফাঁস দেন মোহাম্মদ নেজাম উদ্দীন (৩০)। তিনি হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের দপ্তরি ও চরকানাই গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার একটি মামলায় নেজামের স্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশ। মায়ের সঙ্গে কারাগারে যায় তাঁদের আড়াই বছরের সন্তানও। স্ত্রী-সন্তান কারাগারে যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন নেজাম এবং শেষ পর্যন্ত অপমান সহ্য করতে না পেরে শুক্রবার গভীর রাতে আত্মহত্যা করেন।
প্রতিবেশী মোহাম্মদ আজাদ বলেন, ‘স্ত্রী গ্রেপ্তার হওয়ার পর সন্তানসহ জেলে যায়। এ ঘটনা নেজাম সহ্য করতে পারেনি। পরে আমরা ঘরের দরজা খোলা দেখে ঢুকে দেখি সে গলায় ফাঁস দিয়েছে।’
আড়াই বছরের সন্তানসহ ওই গৃহবধূ কারাগারে আছে কিনা জানতে চাইলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মো. ইকবাল হোসেন দ্য ডেইলি ক্যাম্পাস-কে বলেন, “আমি বর্তমানে বাইরে আছি। খোঁজ নিয়ে দেখতে হবে।”
এ বিষয়ে জানতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাথে যোগাযোগ করা হলে কর্তব্যরত চিকিৎসক জানান, ‘এ বিষয়ে আবাসিক মেডিকেল অফিসার ভালো জানবে। আপনারা কিছুক্ষণ পরে ফোন করেন।’